একটি সুন্দর পৃথিবীর জন্যে প্রয়োজন সুন্দর রাজনীতি !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৬ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৫:১১ বিকাল

আগে বলা হতো যে জাতি যতো বেশী শিক্ষিত সে জাতি ততো বেশী উন্নত । বলা হতো আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো । সময়ের পরির্বতনের সাথে সাথে মানুষের চাল চলন কথা বার্তার যেমন পরির্বতন হয় তেমনি বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা ,উপন্যাস ,গল্প ও ছড়ায়ও আসে অনেক পরির্বতন । এক সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনরা যেসব প্রবন্ধ ,গল্প ও উপন্যাস লিখে গেছেন আজও আমাদের দেশে বিভিন্ন স্কুল ,কলেজ ও ইউনির্ভাসিটিতে পাঠ্য বইয়ে পড়ানো হয় এবং যতোদিন বাংলাদেশ নামক মানচিত্র থাকবে বাংলা ভাষা থাকবে ততোদিন সবাই এসব খ্যাতিমান কবি সাহিত্যিকদের স্মরণ রাখবেই ,যেমনি স্মরণ করছে আমাদের ভাষা সৈনিক , মুক্তিযুদ্ধে শহীদদের । তেমনি কালের বির্বতনে সময়ের পরির্বতনের সাথে সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এসেছে আমূল পরির্বতন ! একজন কবি সাহিত্যিকের লেখার মানের ওপর যেমন নির্ভর করে একটি জাতির শিক্ষার মানদন্ড ! যদি একজন কবি,সাহিত্যিক ও লেখক জাতিকে সুন্দর সাহিত্য উপহার দিতে পারে তাহলে তা থেকে জাতির প্রজন্মরা ভালো কিছু শিখতে পারে । তেমনি একটি সুন্দর দেশ,সুন্দর সমাজ ও সুন্দর পৃথিবী গড়তে প্রয়োজন সুন্দর রাজনৈতিক কাঠামো । যেখানে থাকবে না কোনো হিংসা ,প্রতিহিংসা,ঘৃণা ,দ্বন্ধ-সংঘাত ,মারামারি হানাহানি ,হত্যা, জুলুম ও নির্যাতন তাহলেই আমরা পারবো একটি সুন্দর সমাজ গড়তে ! পারবো একটি সুন্দর দেশ গড়তে ! আজ জাতি শিক্ষিত আজ জাতির মাতা শিক্ষিত হয়েও আমরা শুধুই রাজনৈতিক প্রতিহিংসা ,রাজনৈতিক সংঘাতের কারনে জাতি একটি সুন্দর সমাজ ,সুন্দর দেশ গঠন থেকে বঞ্চিত হচ্ছে ! একটি জাতি উন্নত করতে যেমন প্রয়োজন শিক্ষার তেমনি বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন সুহাদ্যপূর্ণ রাজনীতি পরস্পর সহানুভূতির ও সহমর্মিতার রাজনীতি ! আজ দেশ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে শুধু রাজনৈতিক অস্থিরতার কারনে আমরা অনেক যোজন যোজন পিছিয়ে আছি । তার জন্যে আমাদের প্রতিবেশী দেশসমূহ অনেকাংশে দায়ী । এছাড়া বর্হিবিশ্বের উন্নত দেশসমূহও দায়ী ! বর্হিবিশ্ব চায় না বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক আবহাওয়া বিরাজ করুক ! তারা চায় সংঘাত ও হানাহানি তাহলে দেশ উন্নত হবে না । যেমনি একজন ধনী ব্যক্তি একজন গরীব ব্যক্তিকে ধাবিয়ে রাখতে চায় উপরে উঠতে দেয় না !তেমনি উন্নত দেশগুলো উন্নয়নশীল ও গরীব রাষ্ট্রগুলোকে প্রতিনিয়ত রাজনৈতিক দাংগা হাংগামার মাধ্যমে একটি অস্থির রাষ্ট্রে পরিনত করে তাদের প্রভূ বানিয়ে রাখতে চায় !

সুতরাং আসুন একটি সুন্দর দেশ গড়তে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেশ, সমাজ বিনির্মাণে এগিয়ে আসি । একটি নতুন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতির সুন্দর পরিবেশ তৈরি করি । আল্লাহ আমাদের সহায় হবেন । ইনশা আল্লাহ !

.................এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File