একটি মারাত্মক প্রেমের গান

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ডিসেম্বর, ২০১৩, ১২:০৭:৪০ দুপুর



তুমি যখন খুব কাছাকাছি আসতে

আমি চাইনি ভাল বাসতে

কি করে কি হয়ে গেল

জানিনা কি হয়ে গেল

তখনো আমি পারিনি কিছু বুঝতে

তখনো আমি চাইনি ভাল বাসতে।

Rose

তুমি যখন দূরে গিয়ে আবার ফিরে চাইতে

আর যখন ঠোট কোনে মৃদু করে হাসতে

জানিনা কি তার মানে

যদিও ঝড় বয়ে যেত মনে

তখনো আমি পারিনি কিছু বুঝতে

তখনো আমি চাইনি ভাল বাসতে।

Rose

তবুও হল ভাল বাসা বাসি

স্বপ্ন দেখা হল রাশি রাশি

তারপর কি জানি কি হয়ে গেল

দু'জন দুই দিক, ভালবাসা রয়ে গেল

এখনো আমি পারিনি কিছু বুঝতে

এখনো আমার পথ চলা ভালবাসা খুঁজতে।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File