একটি মারাত্মক প্রেমের গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ডিসেম্বর, ২০১৩, ১২:০৭:৪০ দুপুর

তুমি যখন খুব কাছাকাছি আসতে
আমি চাইনি ভাল বাসতে
কি করে কি হয়ে গেল
জানিনা কি হয়ে গেল
তখনো আমি পারিনি কিছু বুঝতে
তখনো আমি চাইনি ভাল বাসতে।![]()
তুমি যখন দূরে গিয়ে আবার ফিরে চাইতে
আর যখন ঠোট কোনে মৃদু করে হাসতে
জানিনা কি তার মানে
যদিও ঝড় বয়ে যেত মনে
তখনো আমি পারিনি কিছু বুঝতে
তখনো আমি চাইনি ভাল বাসতে।![]()
তবুও হল ভাল বাসা বাসি
স্বপ্ন দেখা হল রাশি রাশি
তারপর কি জানি কি হয়ে গেল
দু'জন দুই দিক, ভালবাসা রয়ে গেল
এখনো আমি পারিনি কিছু বুঝতে
এখনো আমার পথ চলা ভালবাসা খুঁজতে।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন