ব্লগে জিহাদী মাতম ও শহীদ হওয়ার বাসনা.....................

লিখেছেন লিখেছেন যমুনার চরে ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪৮:৩৪ সকাল

ছবিতে দেখুন- শহীদের খাতায় নাম লিখে শেষমেষ কুয়ায় ঝাপ দিয়ে আত্মরক্ষা........................



ইদানিং ব্লগে ব্লগে জিহাদী মাতম ও শহীদ হওয়ার বাসনা প্রকট হয়ে উঠেছে, আমাদের প্রিয় টুডেব্লগও সেই তান্ডব থেকে রেহাই পায় নি। বস্তুত বিগত পাঁচ সাত দশক ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে আমাদের মুসলমানদের মাঝে শহীদ হওয়ার মাত্রা অতিরিক্ত খায়েস জেগেছে। কোরান-হাদীস ও রাসুলের জীবন আদর্শের চুলচেড়া বিশ্লেষন করে অনুপ্রানিত মুসলমানরা শহীদী কাফেলায় সওয়ার হয়েছে। প্যালেস্টাইন, গাজা, লেবানন, সিরিয়া, মিশরের ব্রাদারহুড, ইরাক, আফগানিস্থান, পাকিস্তানের সোয়াত ভেলি, ভারতীয় কাশ্মির, চেচেনিয়া এবং পুর্বে রোহিঙ্গা আরাকান রাজ্য ও বর্তমান বাংলাদেশের সাতক্ষিরা.............. এই এই শহীদী মাতমের কেন্দ্রভূমি। তাদের শ্লোগান একটাই- নারায়ে তাকবির, আল্লাহু আকবর।

কিন্তু দুঃজনক হলেও সত্য- "আল্লাহু আকবর" ধ্বনি দিয়ে হামাস, হেজবুল্লাহ, আল জিহাদ, আলআকসা ব্রিগেড, আল শাহাব, আলকায়দা, বোকোহারাম, তালেবান, মুজাহিদ, হুজি, হেপাজত, জামাত ..................... পৃথিবীর কোথাই বিজয়ী হওয়া তো দুরের কথা, উল্টো মার খেয়ে এখন দৌড়ের উপরে। এ বিষয়ে- ১৯৭১ এ জয়বাংলার কাছে আল্লাহু আকবর ধ্বনির শোচনিয় পরাজয় প্রনিধানযোগ্য।

অথচ গত কয়েক দশকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়- বাংলাদেশ, লাওস, কোম্বডিয়া, ভিয়েৎনাম, দক্ষিন আফ্রিকা, জিম্বাবুই, পুর্ব তিমুর এবং সবশেষ দক্ষিন সুদান........... কোরান-হাদীস, রাসুলের জীবন এবং আল্লাহু আকবর ধ্বনি ছাড়াই বিজয় ছিনিয়ে এনেছে।



শহীদ ওসমা বিন লাদেন(মরার পর যার কপালে ওজু-গোছল-কাফনের কাপর জুটেনি)

বিষয়: বিবিধ

১৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File