নিতান্তই একান্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৪:১১ সন্ধ্যা

ভারত, আমেরিকার যুক্তরাষ্ট্র আর ইসরাইলের মধ্যে গোপন সামরিক চুক্তি আছে, বিশ্বব্যাপি তথাকথিত মৌলবাদ বা জংগীবাদ নিধনের নামে ইসলামকে মোকাবেলা করার ব্যাপারে তারা একাট্টা, ভারত অপর রাষ্ট্র দুটো থেকে তথ্য প্রযুক্তি, বুদ্ধি ইত্যাদি আদান প্রদান করে এবং এগুলোর ক্ষেত্র হিসেবে বেছে নেয় কাশ্মির সহ তার পার্শ্ববর্তী দেশগুলোর উপর।

ভারত এখন নতুন একটা ক্ষেত্র প্রস্তুত করেছে আমাদের এই সোনার দেশ বাংলাদেশ কে, তারা এতদিন আমাদের বুদ্ধিজীবি নামক কিছু দালাল বানিয়ে তাদের দিয়ে আমাদের সংস্কৃতিতে একটা প্রভাব বিস্তার করে রেখে আসছে, এবং রাজনীতিতে ভারত অতিমাত্রায় প্রভাব বিস্তার করে আসছিল সেটা যারা অল্প রাজনীতি সচেতন তারা খুব সহজেই বুঝত, কিন্তু এবার ভারত প্রকাশ্যেই রাজনীতিতে হস্তক্ষেপ করছে, ব্যাপারটা কিন্তু খুবই গভীরতর এবং স্পর্ষকাতর।

ভারত মূলত আওয়ামিলীগকে ব্যাবহার করে আসছে সর্বাংসে, এরশাদকেও, বিএনপিকেও ব্যাবহার করেনি তাও বলা যাচ্ছেনা, কারন বিএনপি এমন কোন রাজনৈতিক দল নয় যে, একটা আদর্শ এর উপর ভর করে রাজনীতি করে, এটা একটা নমিনেশন বাণিজ্য দলে রূপা্ন্তরিত হয়েছে, জিয়ার সেই মেধা, বুদ্ধি আর বিচক্ষণতা থেকে এই দল একটা ব্যাবসায়িক দল হিসেবেই রূপান্তরিত হয়ে গেছে, যার ফলে বর্তমান এই বিপর্যয়ে বিন্দু পরিমাণ প্রতিরোধ করতে পারছেনা, জামাত শিবির না থাকলে বিএনপির অস্তিত্ব অনেক আগেই বিপন্ন হত।

বাংলাদেশ ইসু নিয়ে যখন ভারত মার্কিন দর কষাকষি চলছে সেই মুহুর্তে এতে ঘি ঢাল হল দেবযানি ইসুর সুত্রপাত হয়ে, তাদের মধ্যে দুরুত্ব আরো কিছুটা বাড়ল, তবে এতে আমাদের স্বস্তির কোন কারন নেই, কেননা, ভারত আর মার্কিন তাদের নিজেদের লাভের জন্য আমাদের নিয়ে দরকষাকষি করছে আর আমরা বোকা হরিণ হয়ে কার মুখের খাবার হব সেই অপেক্ষায় আছি।

রাষ্ট্র এবং রাজনীতির শত্রু মিত্র ব্যাপারটা স্থির নয়, সেটা আপেক্ষিক, সময় এর হাওয়া বুঝে সেটা পরিবর্তন হয়, এই বিষয়টা আমরা এখনো বুঝে উঠতে পারিনি, তাই আমরা আমাদের চিন্তার সাথে বন্ধু আর শত্রুর ব্যাপারটা ফিক্সড হয়ে আছি, আর একটা ব্যাপার হল, রাষ্ট্রের কোন শত্রু থাকা উচিত নয়, কারো সাথে সম্পর্ক খারাপ হতে পারে তবে কুটনৈতিক বিবেচনায় ঘোষণা দেয়া চলেনা যে, তুমি আমার শত্রু, আমরা এই ক্ষুদ্র কুটনৈতিক ভাষাটাও বুঝিনা।

একাত্তুরে আমিরিকার যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের বিপক্ষে ছিল কিন্তু আজ পক্ষ নিয়েছে, তখনও যেমন নিজ স্বার্থে এখনও নিজের স্বার্থে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, তবে আর একটা বিষয় মনে রাখতে হবে, তথাকথিত জংগী ইসলাম ইস্যূতে ভারত মার্কিন একট্টা সেই সুত্রে তারা হয়েতো আবার এক হয়ে জনগণের বিপক্ষে চলে যেতে পারে, তবে ভয় এর কোন কারণ নেই, জনগণ এক থাকলে কোন চক্রান্তই টিকতে পারবেনা, ভিয়েতনামে যেমন মার্কিনীরা লেজ গুটিয়ে চলে এসেছে, আমরাও পারব ইনশাআল্লাহ ভারতীয় আগ্রাসনের জাল ছিন্হ করে বের হয়ে আসতে

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File