মুজিব। তোমাকেই মনে পড়ে

লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১৮ ডিসেম্বর, ২০১৩, ০২:৪১:৪২ দুপুর



গণতন্ত্রের গলায় ছুরি বসিয়ে দেয়ার

সকল আয়োজন সম্পন্ন হয় যখন

তোমাকেই মনে পড়ে তখন।

‘স্বাধীনতা’ ও ‘দিল্লীর অধীনতা’ সমার্থক

শব্দ হয়ে ওঠে যখন

তোমাকেই মনে পড়ে তখন।

মাজলুমের আর্তনাদে বাতাশ

ভারি হয়ে ওঠে যখন

তোমাকেই মনে পড়ে তখন।

বিরোধী দলের উষার লাল ঘোড়া

দাবড়িয়ে দেওয়া হয় যখন

তোমাকেই মনে পড়ে তখন।

দেশ সন্যাসী লুটেরাজদের অভয়ারন্যে

পরিণত হয় যখন

তোমাকেই মনে পড়ে তখন।

‘মুক্তিযুদ্ধের চেতনাধারীদের’ তাণ্ডবে দেশের

শান্তি-শৃংখলা বিঘ্নিত হতে দেখি যখন

তোমাকেই মনে পড়ে তখন।

সন্ত্রাস, খুন,লুটপাট, প্রহসন, দলীয়করণ, জবরদস্তি ইত্যাকার শব্দরা

লোকের মুখে মুখে খেলা করে যখন

তোমাকেই মনে পড়ে তখন।

শেখ হাসিনাকে আদ্যপান্ত খুঁটিয়ে

খুঁটিয়ে পর্যবেক্ষণ করি যখন

তোমাকেই মনে পড়ে তখন।

মুজিব। তুমি মর নাই, আওয়ামী লীগ ও শেখ হাসিনার মাঝে প্রবল ভাবে বেঁচে আছ।।

বিষয়: রাজনীতি

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File