নেলসন ম্যান্ডেলা-একচোখা মহান বীর
লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১২ ডিসেম্বর, ২০১৩, ০৯:২০:০৫ সকাল
দীর্ঘ কারা-নির্যাতন তোমার বুকে প্রতিশোধের বহ্নি জ্বালাতে পারেনি,
তোমার বুকে পুঁতে দিয়েছিল ক্ষমার বীজ শক্ত করে।
মুক্তি পেয়ে সাদা-কালোর বিভেদের কৃত্রিম প্রাচির তুমি চমৎকার ধসিয়ে দিলে,
তুমি পেলে বীরের আসন এবং উপবিষ্ট হলে খুব উঁচু শিখরে।
সেই শিখর থেকে নিশ্চয় তুমি তোমার দৃষ্ট ছড়িয়ে দিতে পারতে,
কিন্তু কেন জানি তুমি একদিকে মুখ ফিরিয়ে রাখলে।
তোমার দৃষ্টির অন্যপ্রান্তে ইরাক, আফগানিস্থান, ফিলিস্তিনে ঘটে চলছে ইতিহাসের নিষ্ঠুরতম নিধনযজ্ঞ।
সেদিকে একটিবারও তুমি দৃষ্টপাত করলে না।
সে-সব নৃশংসতার বিরুদ্ধে তোমাকে আমরা টুঁ শব্দটিও করতে শুনিনি,
বরং আগ্রাসী ঘাতকদের বরমাল্য গ্রহণ করে তুমি শ্লাঘা অনুভব করতে,
তাদের অভিনন্দন-বারিতে তুমি নিত্য সিক্ত হতে।
নেলসন ম্যান্ডেলা, ইতিহাস তোমাকে 'একচোখা মহান বীর' হিসেবে চিহ্নিত করে রাখবে।
বিষয়: সাহিত্য
১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন