জাতির কন্যা
লিখেছেন লিখেছেন তালিমুল ইলম ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:১০:১৮ সকাল
খায়ের-খাঁদের আবেষ্টনী তোমার বর্তমান পৃথিবীর পরিধি
তুমি আকাশ দেখতে পাওনা এবং
বাতাসের ধ্বনি তোমার কর্ণে ঢোকেনা।
সময়ের স্বরূপ না জেনে তুমি তার গতি রুদ্ধ করে
দিতে উদ্যত। কিন্তু একটু জিরিয়ে নিয়ে সময় ঘুরবেই এবং
তার ঘূর্ণিতে তোমার চতুর্পাশে খায়ের-খাঁদের আবেষ্টনী
ত্রাসের ঘরের মত উড়ে যাবে,
তুমি মুখ থুবড়ে পড়ে থাকবে, এবং
ইতিহাস তোমার বলবে ‘ভূপাতিতা’।
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন