দেশবাসী আতঙ্কিত ও শঙ্কিত এ অবস্থার অবসান হওয়া জরুরী -পীর সাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন সোহেল তানভীর ১৮ ডিসেম্বর, ২০১৩, ০২:৪২:৫৯ দুপুর

দেশবাসী আতঙ্কিত ও শঙ্কিত এ

অবস্থার অবসান হওয়া জরুরী

-পীর সাহেব চরমোনাই

দেশবাসী আজ

অজানা আতঙ্কে আতঙ্কিত ও শঙ্কিত।

মানুষের জীবনের

নিরাপত্তা বলতে কিছু নেই। চলমান

পরিস্থিতি থেকে দেশবাসী বাঁচতে চায়

এবং পরিত্রাণ চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন

বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ

মোহাম্মদ রেজাউল করীম পীর

সাহেব চরমোনাই। আজ এক

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক

দলগুলোর একগুঁয়েমীর কারণে জনজীবন অচলপ্রায়। দেশের

অধিকাংশ জনতার

সেন্টিমেন্টকে কোনো প্রকার

তোয়াক্কা না করে একগুঁয়েমীর পথ

বেছে নিয়ে একতরফা নির্বাচন

করার চেষ্টা করছে সরকার। দেশের অচলাবস্থা দূরীকরণে দেশের

ব্যবসায়ীগণও

রাজপথে নেমে এসেছেন। দেশের

মানুষের দুঃখ ও

দুর্দশা লাঘবে সরকার

কোনো পদক্ষেপ না নিলে শান্তি- শৃঙ্খলা বিঘ্নিত হবে চরমভাবে।

যা কোনো সচেতন মানুষের কাম্য নয়।

তিনি একতরফা ও প্রহসনের

নির্বাচনের পথ পরিহার

করে সর্বজন গ্রহণযোগ্য

নির্বাচনের দিকে এগিয়ে আসতে সরকারের

প্রতি আহ্বান জানান।

তারিখঃ ১৭/১২/২০১৩ ইং

প্রেস বিজ্ঞপ্তি

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File