একটু ভাবুন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:২৫:২৬ বিকাল



আজকে যারা চুপটি মেরে ভাবছ বসে আমার কি!

আমি সহজ সরল লোক রাজনীতির আর কিবা বুঝি!

মারছে মারুক মরছে মরুক আমার কি আর আসে যায়

আমি আছি আমার মতো ওৎপাতে ভাই আমি নাই ।

Thinking?

বলছি তোমায় কালকে যদি তোমার ঘরে সিধ কাটে

চেচামেচি করবে নাকি নিজের ঘরের লুট পাটে।

বলছি কি তাই আসুন সবাই থাকতে সময় এক জোটে

নইলে কিন্তু দু’দিন পরে মরবে সবাই এক ঘাটে।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File