জামাতকে রক্ষার জন্য আমেরিকা মরিয়া
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩৪:৪২ বিকাল
বাংলাদেশে জামাতকে দিয়ে এই নাজুক পনিস্হিতি তৈরি করার জন্য একমাত্র আ,লীগই দায়ি। আর এই জালিমের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে জামাত-শিবির যেভাবে নৈরাজ্য,ভাংচুর,ক্ষয়-ক্ষতি করতেছে তা কিছুতে গ্রহন যোগ্য নয়।
আমি গত কাল একটি লেখা বলেছি,জুলুমের প্রতিবাদ জুলুম দিয়ে হয় না। যাক সে কথা-
আমি বলতেছিলাম-বাংলাদেশে এখন যে নৈরাজ্য ও ভীতিকর পরিস্থিতি চলতেছে, তা যদি আ,লীগ,বি এন পি বা জামাত ছাড়া অন্য কোন ইসলাম পন্হী দল করতো ,তাহলে বিশ্ব জ্বালিমের মোড়ল, বিশ্ব সন্ত্রাস আমিরিকা এখন বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেরে গেছে বলে সারা বিশ্বকে কাপিয়ে এখন বাংলাদেশে এসে দেশটাকে তছনচ করার চেস্টা করতো।
আ.লীগ-বি এন পিকে বাদই দিলাম।জামাত তাদের উপর আ.লীগের জুলুমের প্রতিবাদে সাধারন মানুষের জান-মালের ক্ষয়-ক্ষতি যাই করুক না কেন,তারাও যে স্হির নাই তা নিঃসন্দেহে বলা যায়।
কিন্তু এই জামাতকে রক্ষার জন্য বাংলাদেশের ইসলাম পন্হী বা মুসলিম বিশ্বের কোন তৎপরতা দেখা না গেলও আমেরিকাযে তাদের জন্য আধা-জ্বল খেয়ে নেমেছে তা সচেতন মুসলমানদেরকে না ভাবিয়ে পারে না।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন