ডাঃ জাকির নাইকের ব্যাপারে যা বললেন পাকিস্থান আহলে হাদিস লিডার ও দাম্মাম দাওয়া সেন্টারের বক্তা মেরাজ রাব্বানী . . . _____________
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১২ আগস্ট, ২০১৫, ০৩:৩০:০৬ দুপুর
ডাঃ জাকির নাইকের ব্যাপারে যা বললেন পাকিস্থান আহলে হাদিস লিডার ও দাম্মাম দাওয়া সেন্টারের বক্তা মেরাজ রাব্বানী . . .
____________________________
বক্তব্যের সার সংক্ষেপ দেয়া হলো-
আল্লাহ বলেছেন,
"তোমার নিকট যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ের পেছনে পড়োনা (কথা বলতে যেওনা)।"
(আল কোর'আন)
তোমাদের যে কাজ, সে কাজ তোমরা কর।
এক ইঞ্জিনিয়ারের কাজ এক ডাক্তার করতে পারে না, আবার এক ডাক্তারের কাজ এক ইঞ্জিনিয়ার করতে পারে না।
এক ডাক্তারের কাজ ইনজেকশন লাগানো, রোগের চিকিৎসা করা। তো এখন সে যদি কোন বিল্ডিংয়ের স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করে দেয়, তবে সেটা কেমন হবে?
ডাক্তার যাকির নায়েক একজন সুপরিচিত মুবাল্লিগ। উনি খ্রীস্টানদের সাথে মুনাজারা/ডিবেইট করেন। ঠিক আছে, করেন। ভাল কথা।
তবে বড় বিষয় হলো, যিনি যে মাঠে কাজ করেন, উনার সে মাঠেই কাজ করা উচিৎ।
ডাক্তার যাকির নায়েক একজন ডাক্তার মানুষ। ইঞ্জেকশন টিঞ্জেকশন লাগাবেন, তিনি তো আবার পি এইচ ডি করা ডক্টর নন। তারপরও ডিবেইট করছেন ভাল কথা, করেন, আল্লাহ তাঁকে আরো তাওফিক দিন।
যাকির নায়েকের সাথে এক কনফারেন্স এ সাক্ষাতকালে আমি তাঁকে বলেছিলাম,
ডাক্তার সাব, আপনি ডিবেইটের যে ফিল্ডে আছেন, মাশা আল্লাহ। আপনি ঐ ফিল্ডেই কাজ করুন। খামোখা অন্যান্য ফিল্ডে গিয়ে কাজ করবেন না। মাস’আলা মাসায়েলের ক্ষেত্রে উলামাগণ রয়েছেন, তারা ঐ ফিল্ডে কাজ করবেন। আপনার সেখানে গিয়ে ফতোয়া দেয়ার কোন দরকার নেই।
___________________________
তিনি যাকির নায়েককে পরামর্শ দিয়েছেন, মাস'আলা মাসাইল বিষয়ে নাক না গলানোর জন্য।
>>>
আরো দেখতে পারেন,
তাওসীফুর রহমান (TAUSEEF UR-REHMAN) (পাকিস্তানের আহলে হাদীস আলেম) ডা. জাকির নায়েকের পোষাক সম্পর্কে ওনার মতামত জানিয়েছেন . . .
https://www.facebook.com/AskSumon/videos/1096354353727998/
>>>
আরো জানতে পারেন
ডা. জাকির নায়েক কি লা-মাযহাবী ?
https://goo.gl/U6tyav
বিষয়: বিবিধ
৩৩৩৯ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাহরুখ , যার বাসায় কি না গনেশ এর মূর্তি থাকে এবং সেখানে পুঁজোও হয় - তাকে আনা হয়েছে ইসলাম সম্পর্কে বলার জন্য!
সোহারা নাকি মুসলিম নামধারী হয়েও অগ্নি উপাসক ।
শাহরুখের বউ এবং সোহার মা উভয়েই হিন্দু।
আমি আগেও ভেবেছি দেওবন্দিদের মত ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছেন না?
পরে ভাবলাম পীচ টিভির পীচ ইনভেলবের কারিশ্মায় এমনটা হচ্ছে বুঝি।
আজ প্রমাণ পেলাম। যারা পীচ টিভিতে চান্স পায়নি তারা খোলস ছেড়ে বেড়িয়ে এসেছ!
হ্যাঁ! আমিও চাই জাকির নায়েক যেন ফতোয়ার বিষয়টা যতটা সম্ভব এরিয়ে চলেন। কারণ ঐ ফকিল্ড হক কথা বললেও অনেকের গায়ে লাগবে এবং তারা ফেতনা ছড়াবে যাতে জাকির নায়েকের আসল কাজ বাধাগ্রস্ত হবে।
ইমাম আবু হানিফা, শাফেয়ী এরা কুন মাদ্রাসার ছাত্র ছিলেন?
ইমাম বোখারী, মুসলিম, মালিক ও আহমদ কুন মাদ্রাসার ছাত্র ছিলেন?
আসল কথা হইল এরা কুন মাদ্রাসায় পড়েন নি। নিজের গরজে এলেম হাসিল করেছেন আর সেটা প্রচার করেছেন। কই কুন মানুষ তো তাদের ভুল ধরেন নি!
আবার ইমাম আবু হানিফা ও বুখারী ব্যবসায়ি ছিলেন, কেউ তো বলেন নি, ভাইছাব আমনে ব্যবসায়ী মানুষ কুন আক্কেলে মাসয়ালার জগতে ঢুকছেন।
জাকের নায়েক কইল কিল্লাই হেই জন্যই এত দোষ।
আমি বলি জাকের নায়েক কে তার সভায় কেউ যদি মাসয়ালা সম্পর্কে প্রশ্ন কইরা বসেন, তাইলে তিনি কি উত্তর স্বরূপ বলিবেন যে,
আমনে দয়া করিয়া
এই উত্তর জানিতে চাইলে পাকিস্তান যান,
ঐ উত্তর জানিতে চাইলে বাংলাদেশে যান,
সেই উত্তর জানিতে চাইলে ভারতেই বইসা থাকেন,
আর সকল উত্তর জানিতে চাইলে জাহান্নামে যান!
তাহা ছাড়া বিজ্ঞান সংশ্লিষ্ট যে প্রশ্নের উত্তর জাকের নায়েক দেন, সেই প্রশ্নের উত্তর পাকিস্তানের ঐ হুজুর কি দিতে পারিবেন। তিনি তো শুধু 'আসতাগফিরুল্লাহ' পইড়া ক্যন্ত হইবেন। আচ্চা, আসতাগফিরুল্লাহ কি সেই প্রশ্নের উত্তর হইবে।
আমরা ইসলাম ধর্মকে হিন্দু ও খৃষ্টানদের মত বানাইয়া লইছি বলেই, কেউ আলেম, কেউ ইমাম, কেউ মুফতি, কেউ শায়েখ হইয়া গেছি। আসলে সকল মানুষকে যে আলেম হইতে বাধ্যতামূলক করানো হইয়াছে সেই কতা ভুলেই গেছি।
ইমামদের জীবনি ঠিকই পড়েছেন ।তাদের ইলমি যোগ্যতা বা ্ওস্তাদ কার সবই জানা আছে ।তার পরেও জাকির যা করে তা তো বৈধ করতে হবে বেআক্কেলের মত জবাব দিয়ে।
বে আক্কেল
কিছু কিছু ক্ষেত্রে আপনিই কিছু কিছু আলেমদের থেকে অগ্রগামী হতে পারে ন,ইহাই স্বাভাবিক ।তাই বলে নিজকে এত পন্ডিত জাহির করা ঠিক না।
উনি দীনের দাওয়াত দেয় ,তা অবশ্যই ভাল কাজ।মাসলা-মাসায়েল নিয়ে আলোচনা করা উনার ঠিক না,এই কথাটাই আলেমরা বলে থাকে ,অন্য কিছু নয়।
আমার পীরসাহেব ও এই কথা বলেন।
ছবিটা দেখে খুব ভালো লাগছে ভাই।
কিন্তু এটা আসলে তাদের মুনাফিকি ছাড়া কিছুই না ।
কিন্তু আমার বিশ্বাস হতো না যে তারা জাকির নায়েক কে হৃদয় থেকে পছন্দ করে ।
আজ সেটা প্রমানিত হলো ।
আসলে জাকির নায়েক এমন এক ব্যাক্তিত্ব যিনি মুসলিম উম্মার ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন ।
কখনো তিনি নিজেকে কোন ফেরকার বলে পরিচয় দেননি ।পরিচয় দিয়েছেন একজন মুসলিম হিসেবে ।
তাকে দেখেছি আহলে হাদিসের দুর্বলতা গুলো ও তুলে ধরতে ।তার মুখে শুনেছি ভারতের মাদ্রাসাগুলোর প্রশংসা করতে ।শুনেছি সকল ফেরকার ইসলামিস্টদের সম্মান দেখিয়ে কথা বলতে ।"জাকির বিরোধীতায় দা কুমরায় ঐক্য থুক্কু জাকির বিরোধীতায় দেওবন্দ আহলে হাদিসের ঐক্য "এটা অন্তত জাকির নায়েকের সফলতা ।
পরে ভাবলাম পীচ টিভির পীচ ইনভেলবের কারিশ্মায় এমনটা হচ্ছে বুঝি।
আজ প্রমাণ পেলাম। যারা পীচ টিভিতে চান্স পায়নি তারা খোলস ছেড়ে বেড়িয়ে এসেছ!
হ্যাঁ! আমিও চাই জাকির নায়েক যেন ফতোয়ার বিষয়টা যতটা সম্ভব এরিয়ে চলেন। কারণ ঐ ফকিল্ড হক কথা বললেও অনেকের গায়ে লাগবে এবং তারা ফেতনা ছড়াবে যাতে জাকির নায়েকের আসল কাজ বাধাগ্রস্ত হবে।
মন্তব্য করতে লগইন করুন