জামায়াত-শিবির জামালের গোটা -গায়েশ্বর রায়
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৫ জুন, ২০১৪, ০৪:৩৫:০৬ বিকাল
ইসলামী মূলাবোধ জোটের প্রধান দলা বি এন পির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বি এন পি নেতা গায়েশ্বর চন্দ্র রায় বলেন - জামাত শিবির হল জামালের গোটা ।জামালের গোটা খেলে মানুষ মারা যায় না ,তবে ধ্বংস হয়ে যায় ।
ঠিক জামাত-শিবির যে দলের সাথে জোট করবে সে দলও ধ্বংস হয়ে যাবে ।
(আল্লাহ পাক এ জামালের গোটা থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজাত করুন ।)
বিষয়: বিবিধ
১৯৪৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব আহলে হদসেই যেমন মউদুদী বাদি নয় তেমনি সব মউদুদী বাদীও আহলে হদস নয়। কিন্তু কার্যক্রম এক।
নিজেদের চরিত্র যেমন, অন্যদেরকেও তেমনটি মনে করে।
যেমন - তারা একবার আ,লীগ আবার বি এন পি মার্কা ইসলাম চায়।
আমিতো শুধু আপনার কথা বলেছিলাম। তারমানে আপনি কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন।
আপনার যদি ইসলাম এবং ইসলামের ইতিহাস সম্পর্কে সামান্ন জ্ঞান থাকে তাহলে আপনার জানার কথা যে, রাসূল (সা) কাফির এবং ইহুদীদের সাথে চুক্তি করেছিলেন। তার অর্থ কিন্তু এটা নয় যে, তিনি তাদের মতো হয়ে গিয়েছিলেন।
আপনারা আসলে সত্য দেখতে চান না, আপনাদের বদ্ধমূল ধারণার প্রমাণ খুজতে চান। এটাই হলো বড় সমস্যা সত্যের কাছাকাছি পৌছানোর জন্য।
আপনি জামাতের অপকর্ম গুলিকে রাসুলে কারিম সা. কর্মের সাথে তুলনা করছেন?
আচ্ছা ভাই বলুন তো রাসুল সা.যে কাফের এবং ইহুদীদের সাথে চুক্তি করছে আর আপনার একবার আ.লীগ আবার বিএনপির সাথে জোট করছেন!আপনাদের জোট আর রাসুল সা. চুক্তি গুলির সাথে কি কি মিল আছে?
মন্তব্য করতে লগইন করুন