জামায়াত-শিবির জামালের গোটা -গায়েশ্বর রায়

লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ১৫ জুন, ২০১৪, ০৪:৩৫:০৬ বিকাল

ইসলামী মূলাবোধ জোটের প্রধান দলা বি এন পির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বি এন পি নেতা গায়েশ্বর চন্দ্র রায় বলেন - জামাত শিবির হল জামালের গোটা ।জামালের গোটা খেলে মানুষ মারা যায় না ,তবে ধ্বংস হয়ে যায় ।

ঠিক জামাত-শিবির যে দলের সাথে জোট করবে সে দলও ধ্বংস হয়ে যাবে ।

(আল্লাহ পাক এ জামালের গোটা থেকে ইসলাম ও মুসলমানদেরকে হেফাজাত করুন ।)

বিষয়: বিবিধ

১৯৪৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235128
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
হতভাগা লিখেছেন : অপ্রিয় সত্য কথা বলেছেন গয়েশ্বর বাবু
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:২০
183120
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হুম <:-P <:-P <:-P
235131
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
ইমরান ভাই লিখেছেন : কিব্যাপার মালাউনের সাথে কবে হাত মিলালেন মশাই। Chatterbox Chatterbox
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:২১
181740
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এক রতন আরেক রতনরে চিনবার হারছে। তয় আপনের এত্তো গোশ্বা অইলেন কিল্লাই?
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:৪৬
181747
ইমরান ভাই লিখেছেন : রতন গুলারে চেনা দরকার তাই কইলাম আরকি....Frustrated
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
183114
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আহলে হদস আর মউদুদী মতবাদের সহ মিলনের ফসল যারা তারা এরকমই অবান্তর মন্তব্য করে।
সব আহলে হদসেই যেমন মউদুদী বাদি নয় তেমনি সব মউদুদী বাদীও আহলে হদস নয়। কিন্তু কার্যক্রম এক।
১৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
183136
ইমরান ভাই লিখেছেন : আহহারে মালাউনের সঙ্গীর গায়ে লেগেছে মনেহয়....3:-O 3:-O
235133
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
সবুজ বাংলার ডিজিটাল রাজাকার লিখেছেন : Jamat-shibir tar moto malaunre dhulai dey to,tai tar boro koshto hosse. :-P
235137
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
বড়মামা লিখেছেন : জামায়াত শিবির হলো কোরামিন ।কষ্ঠি পাথর,দুনিয়ায় শান্তির দিশারী।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:১০
183115
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মনগড়া কাজ করে তাকে ইসলাম বলে প্রচার করার মত গুন একমাত্র জামাত শিবিরেরই আছে। এজন্যই তারা ......... দিশারি।
235139
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:১০
শফিউর রহমান লিখেছেন : গয়েশ্বররা হলো সর খাওয়া পার্টি। যতক্ষণ সর মিলবে ততক্ষণ ভাল।
নিজেদের চরিত্র যেমন, অন্যদেরকেও তেমনটি মনে করে।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:১২
183116
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মালাউনের বাচ্ছা গায়েশ্বর আর জামাতের চরিত্রের মাঝে তেমন পাথর্ক্য নাই।
যেমন - তারা একবার আ,লীগ আবার বি এন পি মার্কা ইসলাম চায়।
২১ জুন ২০১৪ দুপুর ০১:৩৩
183701
শফিউর রহমান লিখেছেন : ঠিক আপনার মতো - তাই না? কখনো ভাব ধরেন এক রকম, কখনো অন্যরকম।
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৯
186977
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আমরা কখনও ভাব দরি না।যারা হাসিনা-খালেদার পিছনে গিয়ে ইসলাম খুজে,তাদের চরিত্র মালাউনদের চেয়ে একটুও ভাল নয়।আর এ চরিত্রের সবচেয়ে বড় দাবিদার মউদুদী জামাত।
০৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:০০
187851
শফিউর রহমান লিখেছেন : এই "আমরা" মানে কারা?
আমিতো শুধু আপনার কথা বলেছিলাম। তারমানে আপনি কোন গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন।
আপনার যদি ইসলাম এবং ইসলামের ইতিহাস সম্পর্কে সামান্ন জ্ঞান থাকে তাহলে আপনার জানার কথা যে, রাসূল (সা) কাফির এবং ইহুদীদের সাথে চুক্তি করেছিলেন। তার অর্থ কিন্তু এটা নয় যে, তিনি তাদের মতো হয়ে গিয়েছিলেন।

আপনারা আসলে সত্য দেখতে চান না, আপনাদের বদ্ধমূল ধারণার প্রমাণ খুজতে চান। এটাই হলো বড় সমস্যা সত্যের কাছাকাছি পৌছানোর জন্য।
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
219907
অপ্রিয় সত্য কথা লিখেছেন : আপনার ইসলামী জ্ঞান দেখে সত্যি বিস্ময় জাগে!!
আপনি জামাতের অপকর্ম গুলিকে রাসুলে কারিম সা. কর্মের সাথে তুলনা করছেন?
আচ্ছা ভাই বলুন তো রাসুল সা.যে কাফের এবং ইহুদীদের সাথে চুক্তি করছে আর আপনার একবার আ.লীগ আবার বিএনপির সাথে জোট করছেন!আপনাদের জোট আর রাসুল সা. চুক্তি গুলির সাথে কি কি মিল আছে?
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৫
241335
শফিউর রহমান লিখেছেন : আপনি যদি মিল খুঁজে না পান তাহলে আমার কি করার আছে বলুন? ধন্যবাদ।
235141
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৪
লাল সবুজ লিখেছেন : আচ্ছা, জামায়াত বি এন পির কি খতি করলো আমার তো বুঝে আসে না। তারা তো নিজেদের কারণে নিজেরা ধবংশ হল।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
183117
অপ্রিয় সত্য কথা লিখেছেন : এর কারন টিই মালাউন গায়েশ্বর বলেছে।
235142
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৫
Sada Kalo Mon লিখেছেন : আমি যতদুর জানি জামাল গুটা খেলে পিছনের দরজা খুলে যায়! মনে হচ্ছে গয়েশ্বর বাবুরও পিছনের দরজা খুলে গেছে!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:১৯
181739
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেও তাইলে অপ্রিয় সত্য কথা কইতে ‍শুরু করেছেন?
235153
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
Anwarulhaque67 লিখেছেন : কারণ যাই হোক গয়েশ্বর বাবু স্বীকার করলেন যে বিএনপি পচতে শুরু করেছে।জামায়াত বিএনপিকে কিভাবে পচালো গয়েশ্বর বাবু ব্যাখ্যা করলে ভালো হতো।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:১৩
183118
অপ্রিয় সত্য কথা লিখেছেন : মালাউন গায়েশ্বর অকপটে সত্য কথাটি বলে ফেলছে।
235162
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
ইয়াফি লিখেছেন : সমাজের সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর মাস্তান, সন্ত্রাসী ইত্যাদি পথভ্রষ্টদের গয়েশ্বর বাবু কথিত জামালের গোটা খাওয়ানো দরকার। যাতে তাদের বদ খাসিয়ত ধ্বংস হয়ে যায়।
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:১৫
183119
অপ্রিয় সত্য কথা লিখেছেন : এর পাশা-পাশি যারা ইসলামকে ব্যাক্তি স্বার্থে ব্যাবহার করে তাদেরকেও খাওযানো দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File