এমন বোন থাকতে আমার....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ডিসেম্বর, ২০১৩, ০১:৪৪:১৪ দুপুর
এমন বোন থাকতে আমার এই বাংলার ঘরে
ইসলাম নিয়ে টাল বাহানা চলবে কি করে!
ফাঁসীর মঞ্চে পা রেখেছে প্রাণ প্রিয় স্বামী
বোন বলছে শহীদ জীবন মুমিন বান্দার কামি
এমন দীপ্ত ঈমাণ আর ত্যাগের মহিমা
আসুক যত অপবাদ আর মিথ্যে কালিমা
হিংস্র যতই হোকনা তারা জান মালের ভয়
তবুও তোমার দীপন্ত শপথ হাল ছাড়া নয়
দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম বোন তোমায় দেখে
কথা দিলাম লড়ব এবার জীবন বাজি রেখে
এমন বোন থাকতে আমার এই বাংলার ঘরে
কেউকি আর ঘরে বসে শুয়ে থাকতে পারে!
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন