লবণাক্ত জল
লিখেছেন লিখেছেন আকাশদেখি ১১ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৩:৫৩ দুপুর
হঠাৎ ভেতর থেকে কে যেন বলল,
দু'ফোটা জল ফেলে দেখ হালকা লাগে কিনা?
কেউ কিছু মনে করবেনা,
কারণ সবাই এত বেশী ব্যস্ত যে,
তোমার দিকে ফিরে দেখার সময় নেই কারও।
দু'ফোটা ঝরে নি,
অনেক বেশী ঝরেছে,
ঠিক হিসাব মিলাতে পারিনি।
কই কেউ তো কিছু মনে করেনি,
মনে করবে কি?
দেখতেই তো পায়নি কেউ
গোপনে ফেলা লবণাক্ত জলগুল।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন