নেতা তোমায় সালাম জানায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ডিসেম্বর, ২০১৩, ০৮:০০:৫৯ রাত

Rose

নেতা তোমায় সপে দিলাম স্বয়ং আল্লাহর হাতে

আমরা হয়তো রুখতে পারিনি আজকে দিবা রাতে

একটু তোমার কষ্ট হবে মিনিট পাঁচ দশেক

তারপরেইতো স্বাধীন তুমি অন্য জীবন এক

Rose

মৃত্যু তুমি হও শীতল আগুণ যেমন মুসার

তোমার কাছে এইটুকু চাই নয়তো কিছু আর

দুহাত তুলে চোখের জ্বলে তাহাজ্জুতের রাতে

কবুল কর আল্লাহ তুমি শহীদ কাফেলাতে

Rose

নেতা তোমায় দিলাম বিদায় ছাড়ছিনা তবু হাল

তোমার চলার পথেই আমরা উড়িয়ে দেব পাল

নেতা তোমায় সালাম জানায় শেষ বারের মতো

ভুল ত্রুটি ক্ষমা কর চাইছি দোয়া সহযোদ্ধা যত

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File