"খুন"
লিখেছেন লিখেছেন নতুন মস ১০ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫৮:০৬ সন্ধ্যা
#শুনছিস আজ রাতে কাদের মোল্লা সাহেবের নাকি ফাঁসি কার্যকর করা হবে।
##ওহঃ বাঁচালাম কসাই কাদেরটার জন্য উচিত শিক্ষা হইছে।যাক দেশ কলঙ্কমুক্ত হইছে।খুশিতে নাচতে ইচ্ছে করছে।তোর অনুভূতি কি?
#রোযা রেখেছিলাম আর কি করব বল।
##মানে কি?
#ভয়ে রোযা রেখেছি।
##কিসের ভয়
#বিবেকের ভয়ে।একজন নিরাপরাধ লোককে ফাঁসিতে ঝুলিয়ে সরকারীভাবে খুন করা হচ্ছে আর আমি আল্লাহ এক পাপীবান্দী হয়ে এই জমিনের বুকে যদি এই মিথ্যাচারে প্রতিবাদ না করি তবে ত রোজ কিয়ামতের দিন আমিও ত জালিমের কাতারে নাম লিখে ফেলব তাই একটু চেষ্টা করছি।
##হা হা হা কি যে বলিস না রে তুই।কোথায় এক রাজাকার মরছে খুশি হবি তা না উল্টো পাল্টো বকছিস।
#জানি না রে মনে হয় পাগল হয়ে যাচ্ছি।
##ধুরও আসমানে লেখা হয়ে গিয়েছে।তোরা হাসতে মেনে নে।
#নিরব কান্না অদৃশ্য ব্যথা।হু,
আল্লাহ তার হেফাজত করুন।অন্ততঃ আমার কিছু করার আছে আর তা হচ্ছে আল্লাহ কাছে সাহায্য চাওয়া।ওনার আর এই অন্যায়কে চেয়ে দেখার জন্য আমার জন্য আল্লাহর কাছে জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য পানাহ চাইব।
(একটা ফোন)
##চিত্কার করে দোস্তটি কাদতে কাদতে বলল আমার বাবা পুলিশের গুলিতে নিহত হয়েছে।
#ইন্নানিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন।দোস্ত আল্লাহও উপর ভরসা কর।আল্লাহ যা করেন কল্যাণের জন্য করেন।
##তোর বাবা ত মরেনি তুই বুঝবি কেমনে।
#আরে দোস্ত আব্দুল কাদের মোল্লা সাহেব এই মুহুর্ত্বে অনেক মূল্যবান।তুই যেমন এই কষ্ট মানতে পারছিস না আমিও পারছি না।
[ক্ষমা করে দাও প্রভু আমাদেরকে।]
(নতুন মস
রাতঃ৮.০০
১০/১২/২০১৩)
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন