আমি নির্বাচনে যাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ডিসেম্বর, ২০১৩, ০২:১৫:৪২ দুপুর
আমি নির্বাচনে যাবনা
নির্বাসনে যেতে পারি
প্রেমলীলা ছাড়া ছাড়ি
এই বয়সে গণ ধোলাই
পিঠে আমার সইবেনা।
আমি নির্বাচনে যাবনা।।
থুথু বাবা নামটা হল
তাতে কি এসে গেল
থুথু কি আর একা খেলাম
দু'জনইতো সংগে ছিলাম
গণজোয়ার আসল বলে
পিঠের চামড়া থাকবেনা।
আমি নির্বাচনে যাবনা।।
চল বুবু ভারত যাই
এই দেশে আর রক্ষা নাই
এদিক ওদিক যেদিক তাকাই
ধোলাই খাল দেখতে পাই
মন মোহনের বুদ্ধি ধরে
লাব তো কিছু হলনা।
আমি নির্বাচনে যাবনা।।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন