থুতু বাবা এরশাদ কাগুর নতুন ডেলিভারি এবং আমার বিশ্লেষন

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৩ ডিসেম্বর, ২০১৩, ০২:৫১:৪৭ দুপুর

থুতু বাবা এরশাদ কাগুর নতুন ডেলিভারিঃ "নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম"।

অনেকেই মনে করছেন থুতু বাবা বোধহয় আবার ডিগবাজি দিলেন। কিন্তু আমার বিশ্লেষন সেটা বলেনা। থুতু বাবাকে নির্বাচনে নিতে সিঙ্গাপুরে বসে হাম্বালীগ যে লেনদেনের চুক্তি করেছিল তার অর্ধেকটা থুতু বাবা নির্বাচনে যাওয়ার ঘোষনা দেওয়ার আগেই পেয়েছিলেন। কথা ছিল বাকিটা মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে পাবেন।

মনোনয়নপত্র জমা দেওয়া হলো গতকাল, কিন্তু গতকাল সেই পাওনা টাকা দেওয়া হয়নি বলেই "থুতু বাবা" হাম্বালীগকে একটা প্রেসার দিতে চেষ্টা করেছেন। বাকি পাওনা টাকা, মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ দিনের পূর্ব মুহুর্তে হলেও তাকে হাম্বালীগ দিয়ে দিতে পারে, তখন "থুতু বাবা" বলবেঃ হ্যাঁ, এখন নির্বাচনের পরিবেশ ঠিক আছে সুতরাং নির্বাচন করতে হবে। আর যদি থুতু বাবার সাথে হাম্বালীগের মতবিরোধ হয়েই যায় তবে ব্যতিক্রম ঘটলেও ঘটতে পারে।

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File