আসুন চাটুকর হয়ে আমরা হয়ে যাই একেকজন লেন্দুপদর্জি।
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৭ জানুয়ারি, ২০১৫, ০২:৪১:৫৯ দুপুর
আজ রক্তাক্ত ৭ জানুয়ারী। যাকে আমরা প্রতিবাদী দিবস হিসেবে নাম দিয়েছিলাম "ফেলানী দিবস"। সীমান্তে ফেলানী রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল "দেখ বাংলাদেশী দেখ, আমি এক ফেলানী শুধু একটি প্রতীক মাত্র, পুরো বাংলাদেশ-ই অরক্ষিত এবং রক্তাক্ত ঐ আধিপত্যবাদী ভারতের বন্দুকের গুলিতে"।
আজ সামাজিক মিডিয়ায় ফেলানীকে নিয়ে কোন উচ্চবাচ্চ্য নেই। গণমাধ্যমে কোন বক্তব্য নেই। আমরা সব যেন গাঞ্জাখোরের জাত, ভুলে যাই অন্তত এই দিনে ভারতের বিরুদ্ধে একটি শ্লোগন তুলতে। একটু প্রতিবাদ জানাতেও আমাদের কি ভয়?
তবে আর কি! চলো, চাটুকর হয়ে আমরা হয়ে যাই একেকজন লেন্দুপদর্জি। আর কন্ঠে আওয়াজ তুলিঃ
বন্দে মাতরাম,
পোন্দে বাশঁ নিলাম।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন