গোপালগঞ্জ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ ডিসেম্বর, ২০১৩, ০৩:২১:৩০ দুপুর
মুসলিম হিন্দু ব্যাপার না
প্রশাসনে কে বেশী!
আমরা সবাই থাকতে চাই
ভাই ভাই মিলেমিশী
?
কোন থানায় কোন দারোগা
হিন্দু নাকি মুসলমান
ন্যায্য সেবা পেলেই হল
চাইনা কোন ব্যাবধান
?
হিসেব করতে চাইনা ভাই
রেশিয়োটা কার বেশী
তবুও মনে খটকা লাগে
মন যদিও উদাসী
?
যেদিক তাকায় দেখি শুধু
গোপালগঞ্জের ডাট বেশী
কথায় কথায় চালায় খঞ্জ
আমরা যেন চাপরাশী
বিষয়: বিবিধ
৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন