বাকশালীয় বুলবুলি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৩৭:২২ সন্ধ্যা



আর যা'য় বল ভাই পরিস্থিতি স্বাভাবিক

নির্বাচন হয়ে যাবে দেখে নিও ঠিক ঠিক

হরতাল অবরোধ মানছেনা জনগণ

উৎসবে মুখরিত জনপদ জনগণ।

Bee

এমন কথা যদি শুনে থাক নিজ কানে

বুঝে নিও পকেটে ঢুকে গেছে গুণে গুণে

পত্রিকায় চ্যানেলে আছে কিছু তোতা পাখী

শেখা বুল বলে দেয় কিচির মিচির ডাকি ডাকি।

Bee

শুনেছি কাক নাকি ঠোটের বাকী খাবারটা

চোখ বুজে গুজে রাখে গোপনে ব্যাপারটা

পরে যখন খুঁজে আবার ক্ষিধেয় পেট চো চো

চোখ বুজে ছিল তাই খুঁজে আর পাইনাতো।

Bee

এমনই হায় হায় অসহায় আছে কিছু দু'চার

চোখ বুজে বলে দেয় বাকশাল চাই আবার

জনগণ তেড়ে এসে দেবে যখন নাকানি

পড়ি মরি মর মর দিল্লি যাবে তখনি।

বিষয়: বিবিধ

৯৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File