বাকশালীয় বুলবুলি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৩৭:২২ সন্ধ্যা

আর যা'য় বল ভাই পরিস্থিতি স্বাভাবিক
নির্বাচন হয়ে যাবে দেখে নিও ঠিক ঠিক
হরতাল অবরোধ মানছেনা জনগণ
উৎসবে মুখরিত জনপদ জনগণ।![]()
এমন কথা যদি শুনে থাক নিজ কানে
বুঝে নিও পকেটে ঢুকে গেছে গুণে গুণে
পত্রিকায় চ্যানেলে আছে কিছু তোতা পাখী
শেখা বুল বলে দেয় কিচির মিচির ডাকি ডাকি। ![]()
শুনেছি কাক নাকি ঠোটের বাকী খাবারটা
চোখ বুজে গুজে রাখে গোপনে ব্যাপারটা
পরে যখন খুঁজে আবার ক্ষিধেয় পেট চো চো
চোখ বুজে ছিল তাই খুঁজে আর পাইনাতো।![]()
এমনই হায় হায় অসহায় আছে কিছু দু'চার
চোখ বুজে বলে দেয় বাকশাল চাই আবার
জনগণ তেড়ে এসে দেবে যখন নাকানি
পড়ি মরি মর মর দিল্লি যাবে তখনি।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন