রক্তের নেশায়
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:০৭:৫৭ সন্ধ্যা
রক্তের নেশায়
পশুর ন্যায়।
ওরা অপেক্ষামান ,
কেড়ে নিতে মানুষের প্রাণ।
ওরা অনেক মায়ের বুক খালি করে ,
ওদের জন্ম মানুষের তরে
কিন্তু ,কর্ম করে শয়তানের খপ্পরে পরে।
ওদের কুকর্মের ফলে ,
হাজারো প্রাণ অকাতরে ঝরে।
অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করে।
আবার অনেকে সম্বল হারিয়ে বসে।
মেদাবি ছাত্র শিক্ষা থেকে দুরে থাকে ওদের ভয়ে।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন