শিয়াল দেয় মুরগী পাহারা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৪:৪৯:৫৪ বিকাল
শিয়াল যদি হুক্কা দিয়ে বলে আমি চোর না
মুরগীটা কোথায় গেল আমিতো ভাই জানিনা।
খিলালটা দাতে রেখে বলে দেখ কাটা যে
এখন আমি মাছ খাই অরুচি মাংসতে।
শিয়ালটা হুক্কা দিয়ে যদি বলে আমি আর
হানা আর দেবনা খোলা রেখ দোর খোয়াড়।
রাত জেগে হেকে হেকে দিয়ে দেব জানানটা
থেকে থেকে নাক ডেকে দিতে পার ঘুমটা।
এমনই অবস্থা দেশে আজ সরকার
তত্বাবধায়ক ঝেটে দিয়ে বলে আর কি দরকার।
নির্বাচনে এসে দেখ হয় যদি কারচুপি
মাথাটা নুইয়ে দেব টিপে দিও টুটি মুটি।
আমরা কি এত বোকা সাধারণ জনগণ
শিয়াল আর মুরগীতে কখনো কি হয় আপন।
মুখটা চেপে ধরে খাবে আগে রানটা
শেয়ালের কি থাকে লাজ যদি বলি লেংটা।
বিষয়: বিবিধ
২৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন