শিয়াল দেয় মুরগী পাহারা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৩, ০৪:৪৯:৫৪ বিকাল



শিয়াল যদি হুক্কা দিয়ে বলে আমি চোর না

মুরগীটা কোথায় গেল আমিতো ভাই জানিনা।

খিলালটা দাতে রেখে বলে দেখ কাটা যে

এখন আমি মাছ খাই অরুচি মাংসতে।

Rolling on the Floor

শিয়ালটা হুক্কা দিয়ে যদি বলে আমি আর

হানা আর দেবনা খোলা রেখ দোর খোয়াড়।

রাত জেগে হেকে হেকে দিয়ে দেব জানানটা

থেকে থেকে নাক ডেকে দিতে পার ঘুমটা।

Rolling on the Floor

এমনই অবস্থা দেশে আজ সরকার

তত্বাবধায়ক ঝেটে দিয়ে বলে আর কি দরকার।

নির্বাচনে এসে দেখ হয় যদি কারচুপি

মাথাটা নুইয়ে দেব টিপে দিও টুটি মুটি।

Rolling on the Floor

আমরা কি এত বোকা সাধারণ জনগণ

শিয়াল আর মুরগীতে কখনো কি হয় আপন।

মুখটা চেপে ধরে খাবে আগে রানটা

শেয়ালের কি থাকে লাজ যদি বলি লেংটা।

বিষয়: বিবিধ

২৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File