প্রার্থনা
লিখেছেন লিখেছেন মতলুব ২৬ নভেম্বর, ২০১৩, ০৫:০৭:২২ বিকাল
মোরা মজলুম তুলি দুই হাত
হে মহান প্রভু রহমান,
ভারতীয় দালাল পরাভূতে
মোদেরে দিও ঈমান।
পথে পথে রমদা
বাঁকে বাঁকে লগি
কন্ঠে হুংকারী গান,
সব শয়তানী করেছো
তুমি দান।
মোরা আর্ওয়ামীলীগের পরশ পেয়ে
বড়ই সৌভাগ্যবান।
তুমি বড়ই মেহেরবান।
শহীদিরা ভাই বোন
রক্তের বন্ধন
সবাই আজ কত আপন
কত মমতায় জুড়িয়ে কথা
বলিছে নাস্তিকের জম
সবই তোমার করুনা
তোমার শ্রেষ্ঠ দান
তুমিই বড়ই মেহেরবান।
আওয়ামী গুলি খেয়ে
অত্যাচারের কষাঘাতে
লগি বৈঠার আঘাতেতে
জুড়িয়ে যায় সকল প্রাণ।
মোরা বড়ই ভাগ্যবান।
সকলই তোমার দান।
তোমারে যেন না ভুলি
শয়তানিতে যেন না চলি
নাস্তিক মুরতাদ নিপাত যাক
বাংলাদেশ জিন্দাবাদ।
এদেশের ফুলে ফলে
বঙ্গবন্ধুর নাম বলে
করিছে অসম্মান,
তুমিই মেহেরবান।
মোদের দোয়ায় করো
বরকত দান,
তুমিই বড়ই অসাধারণ।
নির্বাচনী অবরোধ
গুলিতে প্রতিরোধ
সাধারণের প্রতিশোধ
সরকারের যত ক্রোধ
সবই তোমার দান,
তুমি রাখবে দেশের সম্মান
বাড়িয়ে সকলের ঈমান।
বিষয়: সাহিত্য
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন