জাতির উদ্দেশ্যে ইশি....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:৫৯:২৭ সন্ধ্যা
জাতির উদ্দেশে ইশি....!
ছি ছি ছি ছি
আরে ধূর আমি বলছি কি!
আর তুমি শুনছ কি!
তুমিইতো বলেছ ইশি
আমি কি ভুল শুনেছি!
ইশি না ইসি বলেছি
না শুনেই বলে দিলে ছি!
ও তাই, ইসি মানে ইলেকশান কমিশনার?
আমিতো ভেবেছিলাম, না থাক বলছিনা আর
তুমি একটু বেশীই বুঝ, না শুনেই দাও ফাল
তাইতো তোমায় রাবিশ বলে, জনাব আবুল মাল
মাল! সেটা আবার কি? মানব নাকি দানব!
কিযে ছাই বলনা ভাই শুনতে লাগে আজব!
ধ্যুর তোমার সাথে কথা বলে মেজাজ ৪২০
পথ ছাড় গেলাম আমি, রাবিশ রাবিশ রাবিশ
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন