আজগুবি ইসলামের অনুসরন ওদের
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:৩২:৩২ সন্ধ্যা
যাদের রাজপথে কথিত শহীদ হইতে ভাল লাগে,
কিন্তু রাসূল (সাঃ) এর সুন্নাত ভাল লাগেনা।
যাদের রাজপথে মিছিল মিটিং করতে ভাল লাগে,
কিন্তু রাসূল (সাঃ) এর টুপি ,দাড়ি রাখতে ভাল লাগেনা।
যাদের রাজপথে গাড়ি ভাংতে ভাল লাগে,
কিন্তু রাসূল (সাঃ) এর তাকওয়ার পোশাক পড়তে ভাল লাগেনা।
যাদের রাত জেগে জেগে রাজপথ অবরোধ করতে ভাল লাগে,
ভোর রাতে উঠে তাহাজ্জুত পড়তে ভাল লাগেনা।
যারা রাজপথে আন্দোলন,সংগ্রাম করে,
কিন্তু কুরআন-সুন্নাহের অনুসরন করে না।
যারা সত্যকে মিথ্যা,আর মিথ্যাকে সত্য মনে করে,
হালাল,হারামের তমিয করে না।
যারা কুরআন-হাদিসের ইলেম বিহীন লোকের তাফসীর মানে,
কিন্তু আহলে হক্ব আলেমদের কথা শুনে না।
তারা অবশ্যই দুনিয়ার মহাব্বতের
লোভে সংগ্রাম করে, ক্ষমতার
নেশায় বিভোর,তাদের মাঝে আল্লাহ ও আল্লাহর রাসূল (সাঃ)
এর কোন মহাব্বত ঢুকেনি।
®যারা দুনিয়া পাওয়ার আশায় হায়াতের জেন্দেগীর মূল্যবান সময় ব্যায় করবে, তারা সাময়িক দুনিয়াই সুখ হয়তো পাবে, আখেরাতে কিছু নয়।
বিষয়: বিবিধ
১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন