তোমার নাম
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:১৪:২০ সন্ধ্যা
কে ওখানে কে ?
আলো বন্ধ করেছ কেন ?
করেছ কেন কাজ এহেন ?
কে তুমি এতো হিংস্র ?
যুবকদের হাতে তুলে দিচ্ছ অস্ত্র ,
দেশ জুড়ে আগুন লাগিয়ে দিচ্ছ।
জনগনের দাবিকে মনে কর তুচ্ছ।
এই আমি বলছি তোমার নাম বলতে
তুমি কি পাওনা শুনতে ?
তোমার কানে কি রেখেছ তুলা দিয়ে ?
আমি জানি তুমি জবাব দেবে না।
কিন্তু ,আমি জেনে গেছি তোমার নাম
তোমার নাম ক্ষমতার লালসা।
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন