জিয়া'দের আজ খুবই প্রয়োজন

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:১৩:২৭ সন্ধ্যা

অনেকটা বিশ্লেষন করে দেখেছি, এই সরকারের সাথে ভারত এমন আতাঁত করেছে যে, মীর জাফরের সাথে লর্ড ক্লাইভের আতাঁতকে হার মানিয়েছে বহুগুণে। সুতরাং দেশ রক্ষার তাগিদে বাংলাদেশের জনসাধারণকে তাদের জীবনের ছোট-বড় বহু চাহিদা, বহু প্রয়োজন সাময়ীক সময়ের জন্য ত্যাগ করতে হবে। যারা রাস্তায় নামতে সক্ষম তাদেরকে রাস্তায় নামতে হবে, আর যারা রাস্তায় নামতে সক্ষম নয় তাদেরকে ঘরে বসে রাজপথের আন্দোলনকারীদের প্রতি, যোদ্ধাদের প্রতি সমর্থন যোগাতে হবে।

অনেকে হয়ত বলবেন, বাচ্চাদের পরীক্ষাদের সময় হরতাল বা অনান্য রাজনৈতিক কর্মসুচি দেওয়া ঠিক নয়। কিন্তু তাদেরকেও একটি বিষয় মনে রাখা উচিৎ পরীক্ষা প্রয়োজনে ৬মাস পরে দেওয়া যাবে। ৭১সালে পাক হানাদের কবল থেকে দেশ স্বাধীন করতে আমাদের বাপ-দাদারা যুদ্ধ করেনি? তখন কি বাচ্চাদের পরিক্ষায় ব্যঘাত ঘটেনি? মা-চাচীরা কি একবেলা কোনমতে খেয়ে জীবন বাঁচায়নি? লক্ষ লক্ষ মানুষ জীবন দেয়নি? তখন পাকিস্থানের কবল থেকে দেশকে মুক্ত করতে যদি সবকিছু করতে পারে, তবে ৪২ বছর পরে হিন্দুস্থানের কবল থেকে দেশকে মুক্ত রাখতেও আমারা সবকিছু করতে পারব। আর যদি তা করতে না পারি, মীর জাফরের হাতে যদি দেশ থাকে, তবে নয়া লর্ড ক্লাইভ'রা, ভারতীয়রা দেশের যে হাল করবে সেই ক্ষতি হাজার বছরেও পূরণ করা সম্ভব হবে না।

অতএব, আর কোন গড়িমসি নয়। আর কোন হুশিয়ারী নয়। এখন এক দফার আন্দোলনেই দেশ প্রেমিক জনতাকে রাস্তায় নামতে হবে। দেশকে অচল করে সরকারকে অবরুদ্ধ করে মীর জাফরদের হাত থেকে দেশের শাসনভার দেশপ্রেমিক নেতাদের হাতে তুলে দিতে হবে। এর জন্য যে কোন প্রতিকুল পরিস্থিতির জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।

-Jerin Sarker

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File