বন্ধুর খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ নভেম্বর, ২০১৩, ১০:০৯:৪০ রাত
সাহগীর শাহ, শাহ আমানত দরগা লেইন, চট্টগ্রাম বাড়ী, বাবার বন্ধু ছিলেন স্কুল জীবনে, যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, যাবার সময় আব্বাকে বলে গিয়েছিলেন উনার মাকে যেন মাঝের মধ্যে গিয়ে দেখে আসে, বাবা কথা রাখার চেষ্টা করেছিলেন, মাঝের মধ্যে দেখে আসতেন, সময়ে লীন হতে থাকে যাওয়া আসা, বাবা এখন বৃদ্ধ, হয়তো অতীত রোমন্থন করেন বারবার, মা না থাকাতে হয়তো একটু বেশীই করেন, ইদানিং খবর নিতে চেষ্টা করছেন সেই অতীত বেলার পরিচিতজনদের, সাহগীর কাকার একটা নাম্বার ছিল কিন্তু ওটা বন্ধ, ওনাদের বাড়ীতে গিয়ে খবর নেবার চেষ্টা করেছেন, গিয়ে জানতে পারলেন ওনাদের সাথেও কোন যোগাযোগ নেই, উনার ভাই বোন আত্মীয়রা উনার অপেক্ষায় আছেন কবে আসবেন দেশে।
আমি ছুটিতে দেশে গেলে বাবা বলেছিলেন, তোমরাতো অনলাইনে লিখালিখি কর, আমার এই কাজটা করে দাও, একটা পোষ্ট দিয়ে দাও, বন্ধুটার যদি খোঁজ পাওয়া যায় ওর স্বজনদের খুব উপকার হবে, কথা দিয়েছিলাম একটা পোষ্ট দেব, কিন্তু দেশে নেট স্লোথা থাকার কারণে আর দেয়া হয়নি।
গতকাল বাবাকে স্বপ্ন দেখলাম, সকালে উঠে রেহনুমা আপুর পোষ্ট করা একটা ভিডিও ক্লিপ দেখলাম, যার সারমর্ম ছিল, দুই বন্ধু অভিভক্ত ভারত এ ছিলেন, ৪৭ এ ভাগ হয়ে গেলে দুই জন চলে যায় দুই দেশে, আর যোগাযোগ নেই, সেই ছেলে বেলার গল্প করছিলেন নাতনির কাছে দাদা, সেই নাতনি, নেট ঘেটে ঘেটে সেই জায়গা, সেই বন্ধুর পারিবারিক ব্যাবসা প্রতিষ্ঠান ইত্যাদি খুঁজতে খুঁজতে বের করে ফেললেন দাদার সেই বন্ধুকে, এবং তারা দেখা করল।
আমারও মনে হল, আমি বাবাকে কথা দিয়েছিলাম, অন্তত ফেইসবুকে একটা পোষ্ট দেব, কাকতালিয়ভাবে যদি পেয়ে যায়! আজকে মনে পড়ল সেই কথাটা, বাসায় ফোন দিয়ে বাবার কাছ থেকে আবার জেনে নিলাম কাকার নামটা এবং এই পোষ্ট টা দিলাম..........
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন