১৪০ বছর বয়সী ছকিনা সরকার বর্তমানে পৃথিবীর সব চেয়ে বেশি বয়সী জীবিত মানুষ।

লিখেছেন লিখেছেন বাংগালী ২২ নভেম্বর, ২০১৩, ১০:১৪:১৫ রাত



নাম ছকিনা সরকার। কালের সাক্ষী হয়ে সবুজ শ্যামল ঘেরা নাটোরের বড়াই গ্রাম উপজেলার মানইর গ্রামে বর্তমানে স্বপরিবারে দিন যাপন করছেন ১৪০ বছর বয়সী ছকিনা সরকার। যদিও তিনি জন্মেছেন পাবনার চাটমোহরে।

১৮০০ শতকের শেষের দিকে তার প্রথম বিয়ে হয় রাব্বলে আলীর সঙ্গে । বেশ সুখেই কাটছিল দিনগুলো। কিন্তু প্রথম সন্তান জন্ম নেওয়ার পর তার প্রথম স্বামী মারা যায় । এরপর ১৯১০ সালে ওসিমদ্দিন সরকারের সঙ্গে তার বিয়ে হয় । তারপর একে একে পাঁচ সন্তানের জননী হন তিনি। পাঁচ সন্তানের মধ্যে তিন সন্তানই মারা গেছে । বর্তমানে এক ছেলে এক মেয়ে জীবিত আছে। তার সর্ব কনিষ্ঠ সন্তানে নাম আবুল সরকার ।

তার ছোট ছেলে আবুল সরকার বলেন, ‘আমি মায়ের ছোট ছেলে। বড় ভাই কয়েকবছর আগে মারা গেছেন। আমার বয়সই এখন ৭৯ বছর। পাঁচ ভাইবোনের মধ্যে আমি আর আমার ছোটবোন জীবিত আছি।

১৪০ বছর বয়সী ছকিনা সরকার এই দীর্ঘজীবন পাড়ি দিয়ে হাজারো স্মৃতির পসরা নিয়ে জীবনযাপন করছেন । ১৮৯৭ সালের স্বচোখে দেখা দুর্বিসহ ভূমিকম্পের দৃশ্য এখনও তার চোখের সামনে ভাসে।

১৮৯৭ সালের ভূমিকম্পের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার দাদি আমাকে বলেন, ‘কান্দিস ক্যা?, কান্দিস ক্যা? আমি কইলাম মাটি নড়ে ক্যা?, মানুষ নড়ে ক্যা?’ দাদি আমারে কইলো, ‘কান্দিস না। সব ঠিক হইয়া যাবেনে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৮৭৪ সালের ৩ মে জন্মগ্রহণ করেছেন ছকিনা সরকার। ’ব্রিটিশ আমলের বিভিন্ন দলিলেও তার বয়সের প্রমাণ মেলে।

তিনি এখন বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন । এক সময় তিনি খুব ব্যাস্ত সময় পার করেছেন। কয়েকবছর আগেও বেশ ছুটোছুটি করে বেড়াতেন। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে কবিরাজী চিকিৎসা করতেন। গত বছর চেয়ার থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এরপর থেকেই ঘরেই তার অবসর সময় কাটে । চোখের জ্যোতিও আর আগের মতো নেই। তবে কাছের মানুষদের কণ্ঠ শুনে খুব সহজেই চিনতে পারেন তিনি।

তার গ্রামের মানুষ চায় ছকিনা সরকারের নাম গিনেজ বুকে লেখা হোক। এতে করে বাংলাদেশের নাম উজ্জল হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদুর ইসলাম রাসেল বলেন, ‘ছকিনা সরকার একটা ইতিহাসের নাম। উনি আমাদের গর্ব। তিনি এখন কিছুটা অসুস্থ। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। আমি চাই উনার নাম যেন গিনেজ বুকে লেখা হয়। আমাদের জোনাল ইউনিয়নবাসির প্রত্যাশা সরকার এব্যাপারে সহযোগিতা করবে।

তার নাতি মোমিন সরকার বলেন, ‘লোকমুখে দাদির বয়সের খবরটা এখন ছড়িয়ে গেছে। মাঝে মধ্যেই বাড়িতে অনেক লোকজন তাকে দেখতে আসে। তখন খুব ভালো লাগে। আমার দীর্ঘজীবী দাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

সুত্রঃ-Click this link

বিষয়: বিবিধ

২০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File