কোন রূপে ভাবি তোমায়!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৩, ১২:৩৫:৪৬ দুপুর

তুমি যে বহুরূপি ক্ষণে বদলাও রূপ
এই দেখি ডাঙ্গায় তোমায় এই দাও ডুব![]()
তোমার গুণের মহিমা কি গাইব আর
এই দেখি তসবিহ হাতে এই আবার সেকুলার![]()
অসীম দয়া তোমার কোমল হৃদয় মন
পরের হিতে দেশ বিলাও নিজের চাইতে আপন![]()
বুলি তোমার ভীষণ মধুর যতই শুনি
ঠিক যেন হাতুড়ি পেটানো কর্ণ বিধুর ধ্বনি![]()
সত্য মিথ্যার মিশেল তোমার এতই একাকার
কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝা যায়না আর![]()
কে বলে ইবলিশ কে বলে হিটলার
তুলনায় অতুলনিয়া তুমি আর এই বাংলার অহংকার ![]()
তুমিই সর্ব তুমিই গর্ব তুমি হাসিনা
দোহায় আল্লাহর এমন চিজ তুই আর পাঠাইসনা 
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন