গণতন্ত্র রক্ষার আন্দোলন ও দূর্ণীতিজাত কালো অর্থনীতির বিরুদ্ধে আন্দোলন অবিচ্ছেদ্য।
লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২০ নভেম্বর, ২০১৩, ০১:৩১:১৮ দুপুর
ইদানিং এক শ্রেণীর ব্যক্তিবর্গ ও গোষ্টীকে রাজনৈতিক স্হিতিশীলতার জণ্য ভীষণ উচ্চকিত দেখা যাচ্ছে। সমাজ ও রাজনীতিতে স্হিতিশীলতা সবারই কাম্য। কিন্ত্তু এর রকমফেরও আছে। একটি সুষম আর্থ-সামাজিক ব্যবস্হার পূর্বশর্ত গুলো যথাযথ ভাবে বজায় না থাকলে স্হিতিবস্হা কি ভাবে রক্ষা পাবে? আমাদের দেশে গত কয়েক দশকে একটি ধনবান শ্রেণীর উদ্ভব ঘটেছে। পাক আমলের ২২ পরিবারের স্হান এরা দখল করেছে। আদম ব্যাপারী, গার্মেন্ট উদ্যোক্তা, ঠিকাদার ও হরেক কিসিমের ব্যবসায় নিয়োজিত এই কয়েক হাজার ধনীর উদ্ভবের সূচনা হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় ছত্রছায়ায় জনসম্পদের লুটপাটের মাধ্যমে। ঘুষ, মুনাফাখোরী, ব্যাংক-বীমার অর্থ লোপাট, চাঁদাবাজী, প্রতারণা এবং আত্মসাৎ ইত্যাদি সকল ধরণের বেআইনী্, অনৈতিক ও অপরাধী কার্যকলাপের মধ্য দিয়ে এরা একটি বিশাল কালো অর্থনীতির জন্ম দিয়েছে। এই অন্ধকারের গডফাদাররা শিল্প-বাণিজ্য, কর্মসংস্হান ও সেবাখাতে কিছু দৃশ্যমান অবদান রাখলেও তৈরী করেছে অস্বাভাবিক ধনবৈষম্য, সামাজিক অস্হিরতা ও মূল্যবোধে অবক্ষয়। ঐতিহাসিক কারণে এই শ্রেণীটি রাজনৈতিক ভাবে আওয়ামী বলয়ভুক্ত। যদিও বি এন পি আমলেও এরা নিজেদের লুটেরা কালো অর্থনীতিকে সমান পারিদর্শীতায় বিকাশমান রেখেছে। রাজনীতিতে আওয়ামী ক্ষমতায়ন তাদের কাছে অনুকূল পরিবেশ। আওয়ামী আমলে ব্যাপক সংখ্যায় প্রাইভেট ব্যাংক-বীমা্, বিশ্ববিদ্যালয়- মেডিকেল কলেজ অনুমোদন, শেয়ার মার্কেট জালিয়াতি, অপরিকল্পিতভাবে মেগাপ্রকল্প গ্রহণ, বিনোদন মিডিয়ার লাইসেন্স, এ সবই জ্বলন্ত উদাহরণ। গণতন্ত্র তাদের নিকট কোন বিবেচ্য বিষয় নয়্, বরং আপদ। যেখানে গণতন্ত্র থাকবে সেখানে সামাজিক সুবিচার, সুশাসন, মূল্যবোধের কথা থাকবে। এই ব্যাপারটি তাদের প্রতিষ্ঠিত স্বার্থের সংগে সাংঘর্ষিক। তাই চলমান গণতন্ত্র ও মানবাধিকার আন্দোলন দমনে এই ধনবান শ্রেণীটি তাদের টাকা, মস্তান, লাঠিয়াল বাহিনী নিয়োগ করবে। স্হিতিশীলতার জণ্য এদের মায়াকান্না অসৎ উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলন এবং কালো অর্থনীতির গডফাদারদের বিরুদ্ধে সংগ্রাম অবিচ্ছেদ্য। বলে রাখা ভাল, এই সংগ্রামে বি এন পি সাধারণ মানুষের কাতারে অবস্হান করলেও তাদের চরিত্র হবে দোদূল্যমান।
বিষয়: বিবিধ
১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন