চৌদ্দ ঘাটের বৈদ্দ
লিখেছেন লিখেছেন আবু জারীর ২০ নভেম্বর, ২০১৩, ০২:২৪:১৭ দুপুর
চৌদ্দ ঘাটের বৈদ্দ আমি
বেদে নৌকার মাঝি
সাপের খেলা দেখাই আমি
মানষ কন্যা সাজি।
ধোরা সাপে মাইট্টা সাপে
বোঝাই আমার ঝঁকা
বুড়া সাপের খেলায় জোস্না
আমি ভিশন পাকা।
নিয়ম ভাঙ্গার কথা বলে
দর্শকদের দেই বাশ
এমনি করেই যায় কেটে যায়
আমার বারো মাস।
বিষয়: বিবিধ
১৮৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন