দাবাইয়া রাখতে পারবানা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:২৯:৪৭ সন্ধ্যা
আমার লিখার সোনার বাংলা ব্লগ ব্যান হল শেষে
বাকশালটা কায়েম হয়েই গেলো শাহবাগ এসে
বিচার মানিনা তাল গাছ আমার মগের মুল্লুক নাকি
কথায় কথায় গুমের ভয় রইল বাকি আর কি!
আলম গেল ইলিয়াস গেল হাজারে হাজার গুম
কি তার জবাব দেবে সাগর রুনি খুন!
৭১ দেখিনি শুনেছি মুখে মুখে আর বই এর পাতায়
কেমন করে পাক হানাদার সম্ভ্রম লুটিয়ে যায়
কেমন করে গুম করেছে লাশ ভেসেছে হাত পা মোড়া
শুনতে গিয়ে পড়তে গিয়ে ছোখ ভিজিয়েছি জোড়া
ইতিহাসের একি নির্মম মিথ যেন একাত্তরেই যাচ্ছি ফিরে
গুম হত্যা খুন ধর্ষণ আজ নিত্য বাতাসে উড়ে
এমন করে যায় কি পারা ধ্বংসের উপর গড়া
কোন সরকার আসলরে ভাই গোদের উপর বিষফোঁড়া
একটি কথা কানে কানে নয় চিৎকার করে বলতে চাই
জাতির পিতার কথাটা আবার তোমাকে শুনিয়ে যায়
যত মার কুটচাল আর হুমকি ধমকির ভয়
"দাবাইয়া রাখতে পারবানা" যদি মুসলমানের পুত হই
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন