হুররে কি মজা, সামু আমাকে ব্যান করছে।

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:২৩:৩৩ সন্ধ্যা

সামুতে একটা কবিতা লিখেছিলাম আজ বিকেলে। ব্যঙ্গ কবিতা। কিছুক্ষন আগে সামু ওপেন করে দেখি সামু আমাকে ব্যান করছে



সামু কবিতাটি না পড়েই ব্যান মাইরা দিছে মনে হয়। কবিতাটি কিন্তু শাহাবাদের পক্ষে এবং রাজাকারদের বিপক্ষে লেখা ছিলো। নিজকে নজরুল নজরুল মনে হইতেছে। ভাগ্য ভালো যে ব্রিটিস সরকার ক্ষমতায় নাই থাকলে মনে হয় জেলের ভাত খাওয়া লাগতো।

খুব ভালো কাজ করছে। কয়দিন যাবত লেখাপড়ার ক্ষতি হইতাছে, যাক আবার মনোনিবেশ করা যাবে পড়ালেখায়।

আবার কেউ ভাইবেন না, আঙ্গুর ফল খাইতে না পারলে টক।

{সত্য কথা বলতে কি কষ্ট পাইলাম খুব}

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File