কবিতা - ২৮

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৩৯:২২ সকাল

যদি তাকে দেখি



উদাস করা দুপুর রোদে একা হাটি

আর পাশের বেকার কর্মিদের দেখি

বড্ড অসহায় লাগে

একা হাটতে এত কষ্ট।

পার্কের বেজ্ঞে কাটে বিকেলের কিছু সময়

কত বাদাম ওয়ালাকে বলতে হয়, না

একা একা কি তাহল বাদাম ও

খাওয়া যায় না।

আমার মোবাইলে কেউ করে না ফোন

কেউ দেয় না তো আমায় সময়

তাই সময় আমার অফুরন্তই

থেকে যায়।

আমি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখি

কেউ এসে সেই স্বপ্ন করেনা কখন ও শেষ।

রাতের আধারে যখন একা

মিশে যেতে থাকি নিজের

কষ্ট গুলোর সাথে,

কেউ বলেনা তুমি থামো।

আমি তার পর ও থামি

পেছনে ফিরে তাকাই - যদি তাকে দেখি

আমার চোখে ধরা পরে না কিছুই

শুধু ডানা ভাঙ্গা একটা কাক ছাড়া

ঝিমুনি ভেঙ্গে সে একবার ফিরে তাকায়

বড় অসহায় লাগে তাকে

জীবনে সবারই কি তাহলে সঙ্গি লাগে।

আমি সঙ্গি খুজি -

অপেক্ষার পর অগেক্ষা করি

সে কি আসবে না?

এখন ও যে বলা হয়নি কিছুই।



আমি যখন একাদশ শ্রেনির ছাত্র তখন এই কবিতা টি লিখেছিলাম। ২০০৪ সালে। অনেক দিন পর কবিতাটি পড়লাম। তাই ২৮ নম্বর কবিতা হিসেবে পোষ্ট করে দিলাম। সবাই কে আমার ভালোবাসা।

বিষয়: বিবিধ

৩৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File