অনুকাব্য - ১
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৭:৪১ সকাল
১
আমি এখন এক অথই সমুদ্রের তলদেশে
হাটছি আর হেটে চলছি বহু যুগ ধরে
এক হাজার কবিতা আর একটি গান
শেষ করে ফিরে গিয়েছি না ফেরার দেশে।
২
ঘুম
ঘুমের আমন্ত্রনে আমন্ত্রিত আমি
আজ আমি ঘুমের সংসারে
সংসার সাঝিয়ে বসে আছি অন্ধকারে
আছি টিকে, শূন্য ডালা নিয়ে
রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দেখতে এসে
সাদাকালো স্বপ্নে আমি বিভোর।
৩
কেন বেদনার ছলে বার বার অবাক হই
হে দেবতা আমি ভিক্ষুক নই
ভিক্ষা চাই না তোমার কাছে কিছুই ।
বিষয়: সাহিত্য
১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন