কবিতা ২৭

লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৭ আগস্ট, ২০১৩, ১০:৪৩:৩১ রাত

পেন্সিলে আঁকা ছবি



যে তোমাকে কথন ও দেখি নাই আমি

তবু আজ একটি সকাল তোমার নিমিত্ত্বে

হয়তো অবহেলা ভরে ঘুম ঘুম চোখে চেয়ে দেখবে

হয়তো ভুলে যাবে আরেক সকাল পরে

তখনও আমি না ওঠা সূযের্ পানে চেয়ে, থাকবো তোমার অপেক্ষায়।

একটি ঘুম না হওয়া রাতের শেষে

কিছু সদ্য জেগে ওঠা পাখির কোলাহলে হয়তো

তুমি খুজতে থাকবে ব্যস্ততার হিসাব

আর আমি অলসতার অজুহাতে পাখিদের দেখে যাব,

খুজে নিব তোমায় ছুয়ে আসা স্গিদ্ধ বাতাসের সুভাস।

বিষয়: সাহিত্য

২৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File