এবার আমাদের দেখার বিষয় এই সায়মার শেষ পরিণতি কি হয় !

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ আগস্ট, ২০১৩, ১০:১৩:২৪ রাত

ছাত্রলীগ সমাজের ত্রাস,

ছাত্রলীগ সমাজের অভিশাপ,

ছাত্রলীগ সমাজের সন্ত্রাস........।

শুধু ছাত্রলীগ কেন যারা আ’লীগ করে তাঁরা আর যাই হোক না কেন ভাল মনের মানুষ হতে পারে না।

যে ছাত্রলীগ সাপোর্ট করে সে নিজে যে কতটা সাধু হতে পারে তা বুঝার বাকি নেই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ।

ছাত্রলীগের কুক্ষাত ক্যাডারকে বিয়ে করে সায়মা নামক এক নতুন মুক্তিযোদ্ধার চেতনায বিশ্বাসী সেক্যুলারের আবির্ভাব ঘটেছে ।

জামায়াতে ইসলামের প্রবাসী রোকন হাজী মফিজুর রহমান ও তাঁর স্ত্রী জামায়াতের আরেক রোকন সালমা বেগমের তনয়া সায়মা ওরফে চেতনাবাদী একটি সাজানো ড্রামায় মেতেছেন সন্ত্রাসী স্বামীকে বাঁচাতে ।

সায়মার অভিযোগ তাঁর বাবা-মা জামাত শিবিরের নাশকতা সৃষ্টিতে ওমান থেকে অবৈধ পথে কোটি কোটি টাকা পাঠিযেছেন ।

সে বলেছে ফটিকছড়ি,ভূজপুরসহ দেশের বিভিন্ন স্হানে জামাত শিবিরকে নাশকতার সৃষ্টিতে তাঁর বাবা-মা সহযোগিতা করেছেন ।

উক্তিগুলো বিশ্বাসযোগ্য হবার মত বিন্দুমাত্র specific কোন কিছু খুঁজে পেলাম না ।

জানি না সায়মার কথা কতখানি সত্যি তবে যদি তাঁর বাবা-মা জামাত শিবিরকে টাকা দিয়েও থাকে তাহলে

আমি সালাম জানাই তাঁর পিতামাতাকে কারণ তাঁরা সাধারণ জনগণের মনোবাসনা বুঝতে পেরেছেন ।

ফটিকছড়ির সাধারণ জনতা যদি হয়ে থাকে জামাত শিবির তবে আমি তাঁদের দলে কারন তাঁরা সন্ত্রাসী কুত্তালীগদের শক্ত হাতে পরাস্ত করতে সক্ষম হয়েছিল ।

সায়মা বলেছে সে প্রাচুরযের মধ্যে বড় হলেও তাঁর আসল পরিচয় সে বাঙ্গালী এবং মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী ।

মূলত,সে চেতনা ব্যবসায়ের নিমিত্তে নিবেদিত প্রাণ যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বাবা-মার কৃতজ্ঞার সঠিক মূল্যায়ন না করে চেতনা ব্যবসায়ীদের খাতায় নিজের নাম লিপিবদ্ধকরণের মাধ্যমে ।

বাবা-মার অর্থে বড় হয়ে সেই বাবা -মার বিরুদ্ধের রুখে দাঁড়িয়েছেন কতগুলো মিথ্যেকে আঁকড়ে ধরে যা নিতান্তই মূল্যহীন ব্যতীত কিছুই নয় ।

এটা কোন ধরণের সভ্যতার পরিচয় তা আমার মোটেই বোধগম্য নয় ।

নাশকতা সৃষ্টির মূল আধিপত্য বিস্তারের হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ আর সায়মা তাঁদের দলে অন্তর্ভূক্ত হয়ে তাঁদেরই সাফাই গাইতেছেন ঢাক-ঢোল পিটিয়ে ।

যারা প্রকাশ্যে গুলি করে ,ধর্ষণে সেঞ্চুরি করে তাঁদের পক্ষ অবলম্বন করা যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা তবে ধিক্কার জানাই এইসব বিপথগামী সেক্যুলারদের ।

এবার আমাদের দেখার বিষয় এই সায়মার শেষ পরিণতি কি হয় !

বিষয়: রাজনীতি

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File