কারা শহীদি মর্যাদা পাবেন?
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৩:১২ রাত
আল্লাহর দেয়া মুমিন বান্দার জন্য এক সম্মানিত মর্যাদার নাম হচ্ছে শহীদ যেটি মুমিন বান্দাদের মধ্যে কিছু কিছু ব্যাক্তি অর্জন করতে পারেন।
তবে অন্যায়ভাবে নিহত হওয়া,অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া,পানিতে ডুবে মারা যাওয়া শহীদি মর্যাদার অন্তর্ভূক্ত।
শহীদি মর্যাদা পেতে অবশ্যই মুমিন হতে হবে।
যুদ্ধ ক্ষেত্রে মারা গেলে -
মৃত ব্যাক্তি অন্তর ফিছাবিলিল্লাহ হতে হবে।
শেষ বিচারের দিন এমন অনেক শহীদি ব্যাক্তি থাকবেন যাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন।
এখন দেবদাস মুখার্জি আর গণপতির নামের শুরুতে যদি শহীদ লাগিয়ে দেয়া হয়,তাহলে শহীদ শব্দটির অপমান করা হবে বলে মনে করি।
শহীদদের ব্যাপারে আল্লাহ ই ভালো বলতে পারেন।তবে পৃথিবীতে তাদের ব্যাপারে হুকুম হচ্ছে -যেভাবে যে অবস্থায় শহীদ হয়েছেন ,তাকে গোসল ব্যাতিত সেভাবেই দাফন করা।কিয়ামতের দিন শহীদি ব্যাক্তিকে ঐ্ অবস্থায় জাগ্রত করা হবে।
তাই ,
শেখ মুজিবরের নামের প্রথমে শহীদ এবং শেষে (রাহ) দেয়া এবং না দেয়াতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছি না।
কারণ, শহীদি বিষয়টি একমাত্র আল্লাহ তাআলার ইন্টারনাল বিষয়।আর (রাহঃ) হচ্ছে একজন মুমিন বান্দার জন্য দোয়া করা্।
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফ্যাশনেবল অর্থে এখন ব্যবহ্রত 'শহীদ' নামের ইসলামিক ভাবধারার এই শব্দটি!
অমুসলিমদের ক্ষেত্রেও বহুল ব্যবহৃত শব্দটা!
হয়তো এই রকম শহীদ ও হতে পারে !!!
মন্তব্য করতে লগইন করুন