"আজ পর্যন্ত কাউকে কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন হতে দেখিনি ।"

লিখেছেন লিখেছেন শারমিন হক ১৪ জুন, ২০১৬, ১২:৩৬:৫৫ রাত

পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কাউকে কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন হতে দেখিনি।

রসূল (সাঃ) জন্মের পূর্বে আবরার হস্তীবাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ধ্বংস করতে সেদিনও রাসূল (সাঃ ) এর দাদা আবদুল মুত্তালিব বলেছিলেন আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন।

মহান রাব্বুল আল আমিন আবরারের বিরাট হস্তবাহিনীর সাথে কি রকম আচরণ করেছিলেন তা বুঝা যায় সূরা ফিলের কয়েকটি আয়াতের মাধ্যমেই।

আমাদের দেশের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনা কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন।

তিনি প্রয়োজনে কাবাঘরের নিরাপত্তায় সৈন্য প্রেরণ করবেন।

Joke of the year.

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371880
১৪ জুন ২০১৬ রাত ১২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু জোক নয় এটা ফেরআউন এর মানসিকতার প্রকাশ।
১৪ জুন ২০১৬ রাত ০১:১৯
308650
শারমিন হক লিখেছেন : ঠিক কথা বলেছেন। জাযকাল্লাহ।
371884
১৪ জুন ২০১৬ রাত ০১:১৫
শেখের পোলা লিখেছেন : ভূতের বুকে রামনাম একেই হয়ত বলে। নিজের ঘরের নিরাপত্তা দিতে যিনি অপারগ তিনি দেবেন আল্লাহর ঘরের নিরাপত্তা।
"নেপীর ভাপনা ভাপতে হবেনে"
১৪ জুন ২০১৬ রাত ০১:২২
308651
শারমিন হক লিখেছেন : নিজ দেশে এই রমজান মাসেও কি বিচ্ছ্রি রকম অরাজকতার সৃষ্টি করেছে! আল্লাহ তুমি মুক্তি দাও। জাযাকাল্লাহ।
371898
১৪ জুন ২০১৬ সকাল ০৮:০৯
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2016/06/14/340143#.V19k7XlJmM8

কাবা ঘরকে যদি কেউ আক্রমন করতে আসে তবে সেটা আমেরিকা+ইসরায়েল+ এদের দোসররাই । আর এরা সৌদির বন্ধুরাষ্ট্র।

বাংলাদেশের সেনাবাহিনী কি এদেরকে মোকাবেলা করার যোগ্যতা+সাহস রাখে ? এরা কি কাবার ঘর রক্ষার জন্য শান্তি মিশনে যেমন ডলার পায় সেরকম রিয়াল পাবে ?

বাংলাদেশের সৈন্যরা যেখানে যেখানে কাজ করে নাম কামিয়েছে সেখানে তারা তো যুদ্ধ করে নি ! আমেরিকা ও তার মিত্রদের লাগিয়ে দেওয়া গৃহযুদ্ধে দুইপক্ষের ক্যাচাল লাগতে যাতে না পরে সেজন্য সেখানে তাদের হাজির করা হয়েছিল । প্রকৃতপক্ষে ওরা আমেরিকানদের লুটপাটেরই পাহারা দিয়ে গেছে ।

এরা পারে না এক সন্তু লারমার বাহিনীকে ট্যাকল দিতে ! লড়বে কি না আমেরিকা+ইসরায়েল+ ইরান্ + রাশিয়ান সৈন্যদের বিপক্ষে ?
১৪ জুন ২০১৬ রাত ১১:০৫
308766
শারমিন হক লিখেছেন : নিজের দেশেই অশান্তিতে পরিপূর্ণ কারীর মুখে কথাটি হাস্যকর!!!
১৫ জুন ২০১৬ সকাল ০৯:০৭
308786
হতভাগা লিখেছেন : উহু , এটা বলা ঠিক হবে না - জননেত্রী আমাদের শান্তির বৃক্ষ

https://en.wikipedia.org/wiki/Sheikh_Hasina
371960
১৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!‍ আরেঃ হাসবো না কাঁদবো বুঝতে পারছিনা।
১৪ জুন ২০১৬ রাত ১১:০৭
308767
শারমিন হক লিখেছেন : হাস্যকর বিবির কথায় হাসি ও আসে না যে!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File