"আজ পর্যন্ত কাউকে কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন হতে দেখিনি ।"
লিখেছেন লিখেছেন শারমিন হক ১৪ জুন, ২০১৬, ১২:৩৬:৫৫ রাত
পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কাউকে কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন হতে দেখিনি।
রসূল (সাঃ) জন্মের পূর্বে আবরার হস্তীবাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ধ্বংস করতে সেদিনও রাসূল (সাঃ ) এর দাদা আবদুল মুত্তালিব বলেছিলেন আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবেন।
মহান রাব্বুল আল আমিন আবরারের বিরাট হস্তবাহিনীর সাথে কি রকম আচরণ করেছিলেন তা বুঝা যায় সূরা ফিলের কয়েকটি আয়াতের মাধ্যমেই।
আমাদের দেশের মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী শ্রীমতি শেখ হাসিনা কাবাঘরের নিরাপত্তায় উদ্বিগ্ন প্রকাশ করেছেন।
তিনি প্রয়োজনে কাবাঘরের নিরাপত্তায় সৈন্য প্রেরণ করবেন।
Joke of the year.
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"নেপীর ভাপনা ভাপতে হবেনে"
কাবা ঘরকে যদি কেউ আক্রমন করতে আসে তবে সেটা আমেরিকা+ইসরায়েল+ এদের দোসররাই । আর এরা সৌদির বন্ধুরাষ্ট্র।
বাংলাদেশের সেনাবাহিনী কি এদেরকে মোকাবেলা করার যোগ্যতা+সাহস রাখে ? এরা কি কাবার ঘর রক্ষার জন্য শান্তি মিশনে যেমন ডলার পায় সেরকম রিয়াল পাবে ?
বাংলাদেশের সৈন্যরা যেখানে যেখানে কাজ করে নাম কামিয়েছে সেখানে তারা তো যুদ্ধ করে নি ! আমেরিকা ও তার মিত্রদের লাগিয়ে দেওয়া গৃহযুদ্ধে দুইপক্ষের ক্যাচাল লাগতে যাতে না পরে সেজন্য সেখানে তাদের হাজির করা হয়েছিল । প্রকৃতপক্ষে ওরা আমেরিকানদের লুটপাটেরই পাহারা দিয়ে গেছে ।
এরা পারে না এক সন্তু লারমার বাহিনীকে ট্যাকল দিতে ! লড়বে কি না আমেরিকা+ইসরায়েল+ ইরান্ + রাশিয়ান সৈন্যদের বিপক্ষে ?
https://en.wikipedia.org/wiki/Sheikh_Hasina
মন্তব্য করতে লগইন করুন