দলাদলি বন্ধ হোক ইসলামের জয় চাই

লিখেছেন লিখেছেন শারমিন হক ০১ জুলাই, ২০১৬, ১০:৪৬:১১ রাত

মাযহাব,আহলে হাদীস ,চরমোনাই,জামায়াত শিবির এমন দলাদলি কি কখনই বন্ধ হবে না???

- না।

কারণ,আমরা এক একটি দল অহমিকার দম্ভে অন্ধ হয়ে আছি।

উল্লেখিত সবাই কিন্তু ইসলাম ধর্মের অনুসারী।

অথচ,

হিন্দু- খ্রিস্টান-বৌদ্ধ ভিন্ন ভিন্ন ধর্মালম্বী হয়েও তারা তাদের স্বার্থের ক্ষেত্রে এক।

আর ইসলাম ধর্মের মানুষগুলোর দলাদলির কারণে আাজ গেণ্ডারিয়ায় গুটি কয়েক হিন্দুরা মসজিদের নির্মাণ কাজই বন্ধ করে দেয়ার ক্ষমতা দেখাচ্ছে।

কারো ফাসিতে হাসছি আবার কেউবা মুমিন সেজে অন্যের ভুল ধরায় মগ্ন হয়ে আছি ।

আমাদের আছে শুধু অহংকার,

নেই সমঝোতার মাধ্যমে একতাবদ্ধ হওয়ার বিন্দু মাত্র চেষ্টা।

বিঃদ্রঃ

যে যার দলাদলি নিয়ে থাকুন অবান্তর মন্তব্য করবেন না।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373700
০১ জুলাই ২০১৬ রাত ১০:৫৮
নাবিক লিখেছেন : এই দলাদলি কখনো শেষ হবার নয়
373701
০১ জুলাই ২০১৬ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। এজন্যই আমরা এখন পরাজিত।
373733
০২ জুলাই ২০১৬ দুপুর ১২:৩১
আবু জান্নাত লিখেছেন : হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ হতে পারলেও আমরা মুসলিমরা পারিনি। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File