এ পেশী শক্তির শেষ কোথায়???

লিখেছেন লিখেছেন শারমিন হক ৩০ আগস্ট, ২০১৫, ০৯:০১:০৮ রাত



আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য হাতজোড় করে মাফ চাচ্ছেন সরকার দলীয় পেশী শক্তি ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের কাছে।

এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে!!!

জাফর ইকবালের স্ত্রী আজ ছাত্রলেীগের হাতে লাঞ্চিত হয়েছে।

এতে আশ্চর্য হওয়ার কিছু দেখছি না।

জাফর ইকবাল বলেছিল -ছাত্রলীগই একদিন পারবে!

তবে আশ্চর্যের বিষয় হল -জাফর ইকবালের ইউ টার্ন।

জাফর ইকবাল এখন পর্যন্ত কোন কলাম না লিখলেও ছাত্রলীগের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ।

সেই সাথে তিনি দাবী ও করেছেন-গলায় দড়ি দিয়ে তার মরা উচিত!!!

বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338680
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
338682
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
সালসাবীল_২৫০০ লিখেছেন : এবার যদি ষাঁড়ের হুশ হয় !
338683
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৭
রক্তলাল লিখেছেন : জাফর ইকবালরে পাগল মনে হত। আজ দেখলাম নিজের উপর কিল পড়লে পাগলেরও হুঁশ হয়!
338703
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:১৪
আবু জান্নাত লিখেছেন : সেই সাথে তিনি দাবী ও করেছেন-গলায় দড়ি দিয়ে তার মরা উচিত!!!
তাড়াতাড়ি এই উচিৎ কাজটি করলেই জাতি মুক্তি পেত।
338711
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:৪১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তোমারা যারা পিটালে নাম একটা কলাম লিখবেন
338713
৩০ আগস্ট ২০১৫ রাত ১০:৫৮
আবু জারীর লিখেছেন : আপু চাকুরীটাওতো খুটির জোড়েই হয়েছে তাইনা? তাহলে খুটির সামনে তো নম নম বলতেই হবে।
338731
৩১ আগস্ট ২০১৫ রাত ১২:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনি যেমন সবসময় পদত্যাগ করে ফিরিয়ে নেন এবারও ছাত্রলিগ কে ফিরিয়ে নিবেন।
338804
৩১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৭
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : ষাঁড় কি গাভীর জন্য গলায় রশি পরবে.....নাকি বলবে আমার ছেলেরাই তো........:-P =D

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File