সমকামিতা কি একটা মানসিক ব্যাধি ?

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ আগস্ট, ২০১৫, ০৬:০৪:৪৯ সন্ধ্যা

অবশ্যই ,

সমকামিতা একটি মানসিক ব্যাধি।বিকৃত রুচিতে অভ্যস্তদের মধ্যে সকামিতার প্রভাব বেশি। সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "স্নেহ বা প্রণয়ঘটিত এক ধরনের যৌন প্রবণতা"।

ইসলামে সমকামিতা সম্পূর্ণ নিষিদ্ধ।এ বিষয়ে ইসলাম ধর্মে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে-

হযরত লুত (আঃ) এর পিতার নাম ছিল হারান। লূত (আঃ) ছিলেন ইব্রাহীম (আঃ) এর ভাইয়ের ছেলে। ভাতিজা লূত (আঃ) ছোটবেলা থেকেই ইব্রাহীম (আঃ) এর সাহচর্যে বড় হন। এবং ইব্রাহীম (আঃ) এর আহবানে সাড়া দিয়ে সঠিক ধর্ম গ্রহন করেন ও সেই সত্য ধর্ম প্রচার করার জন্য মাতৃভূমি ইরাক ত্যাগ করে হিজরত করে মিশরে চলে আসেন। তিনি ইব্রাহীম (আঃ) এর যুগেই নবুয়ত প্রাপ্ত হন।

হযরত লূত (আঃ) যে জাতিতে প্রেরিত হয়েছিলেন তারা কুফর,শিরকে বিশ্বাসী ছিল।এছাড়াও তারা এমন এক জঘন্য কাজে লিপ্ত (সমকামি)ছিল ‍যা এর পূর্বে কোন জাতিতেই ছিল না।আর ঐ জাতি নিকৃষ্টতম কাজ যেখানে ইচ্ছে হতে সেখানে বসেই করত ।এছাড়া মানুষদের উপর অত্যাচার করা তাদের কাছে খেলার মত ছিল। হযরত লূত (আঃ)তাদের এই দুষ্কর্মের জন্য অনেক বুঝাতে চেষ্টা করলেন।কিন্তু,পাপিষ্ট জাতি কিছুতেই বুঝতে চাইলৈন না।

হযরত লুত (আঃ) সময়কালে তার জাতিরা তাকে কে অমান্য করে ,মহান আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করে এমন কু-কর্মে লিপ্ত হয়েছিল।যার ফলশ্রুতিতে হযরত লুত (আঃ)জাতিকে কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। হযরত লুত (আঃ) অবিশ্বাস করায় শুরু হল ভূমিকম্প, উপর হতে প্রস্তর বর্ষণ হতে লাগলো। সমগ্র দেশকে উপরে তুলে সজোরে নিক্ষেপ করা হলো। প্রভাতেই সমগ্র দেশ ধ্বংস হয়ে ভূপৃষ্ট হতে পাপিষ্টদের চিহ্ন চিরতরে মুছে গেল। সবকিছু ধ্বংস হয়ে সম্পূর্ণ এলাকা সাগরে পরিণত হলো। যা আজও জর্দানের মানচিত্রে বিদ্যমান আছে।

বিষয়: বিবিধ

১৬৪৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338110
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সমকামিতা আসলেই একটা মানসিক ব্যাধি। অনেক ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১০
279718
অপি বাইদান লিখেছেন : আর ৬০ বছরের বুড়োর ৬ বছরের নাবালিকা বিয়ে কি?
338118
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
সমকামিতা যে একটি মানসিক রোগ সেটা পশ্চিমারাও স্বিকার করেন কিন্তু অর্থনৈতিক কারনে চুপ থাকেন।
338140
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
নাবিক লিখেছেন : বিকৃত রুচির মানুষ ছাড়া সমকামিতাকে কেউ সাপোর্ট করতে পারেনা। লেখাটা ভালো লাগলো, অনেক ধন্যবাদ।।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১০
279719
অপি বাইদান লিখেছেন : আর ৬০ বছরের বুড়োর ৬ বছরের নাবালিকা বিয়ে কি?
338147
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সমকামিতা আসলেই একটা মানসিক ব্যাধি। অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ , চালিয়ে যান বর্তমানে নাস্তিক্যবাদীরাই মত প্রকাশের স্বাধীনতার নামে এই জঘন্য ঘৃণীত কাজটি ও অহরহ করে যাচ্ছে
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১০
279720
অপি বাইদান লিখেছেন : আর ৬০ বছরের বুড়োর ৬ বছরের নাবালিকা বিয়ে কি?
338148
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
আবু জান্নাত লিখেছেন : জর্ডানের অবিস্থত ডেট সী বা মৃত সাগর সেই ঘটনারই প্রমাণ সরুপ আল্লাহ তায়ালা কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। তবুও মানব জাতি ঘুমে বেহুশ।
338152
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
338163
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নাবিক লিখেছেন : বিকৃত রুচির মানুষ ছাড়া সমকামিতাকে কেউ সাপোর্ট করতে পারেনা। লেখাটা ভালো লাগলো, অনেক ধন্যবাদ।।

একমত
338166
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:০৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।সমকামিতা সাধারন মানসিক ব্যাধি নয় । সমকামিতা আসলেই বিকৃত রুচির জঘন্য মানসিক ব্যাধি। ।
338182
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । আল্লাহ সমাজকে হিফাজত করুণ এই বিকৃত ব্যধি থেকে!
জাযাকিল্লাহু খাইর!
১০
338189
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:২৭
দ্য স্লেভ লিখেছেন : সমকামীতা কখনও কখনও জ্নমগতভাবে হতে পারে। অর্থাৎ সমলিঙ্গের প্রতি আকর্ষন জন্মগতভাবেও হতে পারে। এটা হল ব্যতিক্রম। যেমন এমন অনেক বাচ্চা জন্ম নেয় যাদের গুপ্তাঙ্গ স্পষ্ট থাকেনা ,যারা হিজড়া হিসেবে পরিচিত। কিন্তু এটা একটা ব্যধী। মনোবিজ্ঞানীরা বা মনোরোগ চিকিৎস্যকরা এটা সারিয়ে তুলতে পারেন। তবে বেশীরভাগ ক্ষেত্রেই সমকামীতা আরোপিত। অর্থাৎ জোর করে নিজের মনের উপর বিকৃত প্রভাব আরোপ করা। পরিবেশের প্রভাবে ,অন্যের প্রোরোচনায়,কাওকে অধিক ভালোবাসায়,অথবা নিজের চিন্তার বিকৃতির কারনে এটা হতে পারে। তবে এটা থেকে স্বেচ্ছায় ফিরে আসতে পারে ইচ্ছা করলে।
১১
338215
২৮ আগস্ট ২০১৫ রাত ০১:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই লেখাটি সচেতনতা মুলক হলেও বাংলাদেশের বাস্তবতায় খুব একটা ভালো লাগেনি!!!!


পশ্চিমাদের কালচার প্রচারে প্রসার বলে মনে হয়েছে।
১২
338233
২৮ আগস্ট ২০১৫ রাত ০৪:২৪
আকবার১ লিখেছেন : চমৎকার লেখা। এটা এবিসি নিউজে এসেছিল।
আমেরিকার একটা ঘটনা মনে পড়ে গেল।
চার্চের ফাদার কথা। তার কাজ ছিল, তার
এলাকায় কোন সমকামী কোন পুরুষ বা মহিলা পেলে, তার লোক দ্বারা ধরিয়ে চার্চের টর্চার
সেলে এনে এমন পিটুনী দিত। মোটামুটি রোগ
রাতারাতি চলে যেত। পরে চার্চের ফাদারকে
এক সময় পালিয়ে যেতে হয়েছে। এফবিআই এবং পুলিশ খুজে চলছে, ফাদার কে
ধরার জন্য, জানি না এর পরের ঘটনা।
১৩
338245
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাজে মন্তব্যকারী সম্পর্কে করণীয় কি, সুপ্রিয় লেখককে নিচের লিঙ্কের লিখাটি পড়তে অনুরোধ করব। বাজে ব্লগার, হিন্দু নাস্তিক ও আক্রান্ত ইসলাম এবং আমাদের করনীয়
১৪
338341
২৯ আগস্ট ২০১৫ রাত ০১:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিকৃত রুচির কর্ম এবং স্বাভাবিকতার পরিপন্থী.. অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File