ফেইসবুকে যেমন হিজলা সেজে প্রচার চলে ব্লগেও তেমন______

লিখেছেন লিখেছেন শাহাদাৎ ২৭ আগস্ট, ২০১৫, ০৬:২৩:৩৭ সন্ধ্যা

শুরুতেই বলছি আপনাদের মত কাপুরুষদের যারা ফেইসবুকে এবং ব্লগে ন্যায়বাচক কথা বলেন,,,,তাও আবার পরিচয়টা গোপন করে,,, কি নাম দেখলেই বুজা যায় যার কোন gender নাই। একথায় তাদের হিজলা বলা যায়,,,জানি এখন অনেকের গায়ে আগুন লাগবে!!!!! কি করবো না বলে পারচি না? তবে আমি শ্রদ্ধা জানাই আপনার ন্যায় প্রচার কে,,,,তবে আপনাদের মত হিজলাদের নয়,,,,যারা এমন হিজলা তাদের প্রমাণ আমার পোষ্ট প্রকাশের পর আমি পাবো

এই ব্লগে আমি অনেকদিন ধরে আছি , তবে আশ্চর্যের বিষয় এটা ব্লগারদের নামের কি ধরণ,, নাবিক,,হতভাগা,,,শাপলা ফুল,,, আরো কত কি?

তবে আপনারা বলুন এগুলো কোন মানুষের নাম? হিজলা দের বলচি আপনারা ন্যায় প্রচার করেন এমন ভাবে একবার ওভেবে দেখেনি যে আপনে নিজেও অন্যায় করছেন পরিচয়টা গোপন রেখে.. বুঝছি ভয় পাচ্ছেন সরকার বা অন্যায় কারীরা আপনাকে হত্যা করবে,,,,,তাহলে ভাল ব্লগে আসার দরকার নাই,,ফেইসবুকে আসার দরকার নাই চুরি পড়ে ঘরে বসে থাকুন,,,,,ন্যায় প্রচার করুন এমন যেন আপনাকে দেখলে ও অন্যায় কারি ভয় পায়,,,,আর কত হিজলা সাজবেন আসুন পরিচয়টা খুলে দিয়ে ন্যায়বাচক কথা বলি নিজেকেও হিজলার অপবাদ থেকে রক্ষা করি,,,

বিষয়: বিবিধ

২৩৭৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338109
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি যতটুকু জানি বাংলাভাষায় শব্দটা 'হিজলা' নয়, হবে 'হিজড়া' মানে নারী/পুরুষ কোনটাই নয়। অনেক ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
279664
শাহাদাৎ লিখেছেন : সরি ভাই হিজড়া ভাল শব্দ হিজলা খারাপ লাগে শুনতে তাই ওটা ব্যবহার করলাম যাতে ওদের লজ্জা লাগে
২৮ আগস্ট ২০১৫ রাত ০১:১১
279706
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সঠিক শব্দ ব্যবহারে খারাপ লাগলে সঠিক নাম খোঁজতে যাবেন কেন?

আপনিই প্রথমে ভুলের উপর দাড়িয়ে আছেন...! আর অন্যের ভুল ধরার জন্য উঠেপড়ে লেগেছেন...!!!! @শাহাদাৎ
338112
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
নাবিক লিখেছেন : টুডের ব্লগারদের এতোদিন ভদ্র বলেই জানতাম। ইদানিং কিছু আগাছার আগমন ঘটেছে দেখতে পাচ্ছি। কেউ তার নাম গোপন করে লেখা লেখি করলে সে হিজড়া এমন কথা যে বলে সে'যে কোন শ্রেণীর বলদ তা সহজেই বুঝা যায়। আমাদের জাতীয় কবি বিশ্ব কবি সহ আরও অনেক কবি সাহিত্যিক ছদ্দ নামে লিখেছেন। তাহলে তারা সবাই হিজড়া?
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
279650
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

এমন ধরণের কথা বলা সৌজন্যের পরিপন্থীই শুধু নয়, বরং অন্যায়ও বটে!
338113
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
শেখের পোলা লিখেছেন : টিপু ভাইয়ের সাথে একমত। তা ছাড়া;চুরি পড়ে নয় হওয়া উচিৎ 'চুড়ি পরে'বানানে অর্থ বদল হয়ে যায়৷ ধন্যবাদ৷ অযাচিত উপদেশে স্যরি৷
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
279649
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

বানানের ব্যাপারে জ্ঞানার্জন ও সতর্কতা জরুরী!
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
279651
নাবিক লিখেছেন : জনাব আপনি কি উনার লেখার থিমটা বুঝতে পারছেন? ছদ্দ নামে লিখলেই নাকি হিজড়া!!! উনার দৃষ্টিতে আপনি কি ভেবে দেখেন।
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
279663
শাহাদাৎ লিখেছেন : হা ভাই কিছু শব্দ মোবাইলে টাইপের কারণে একটু খানি অলসতা সরি
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:১৯
279695
আবু সাইফ লিখেছেন : @নাবিক : আমি বানান বিষয়ে "শেখের পোলা"র সাথে সহমত!
পোস্টের বিষয়ে নয়
338116
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনি কি ছদ্মনামা কবি-সাহিত্যিকদের ব্যাপারে কিছু বলবেন??
তাঁরা "কোন্ প্রজাতি"র 'হিজলা'?
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
279662
শাহাদাৎ লিখেছেন : তাহলে কি এখানে সবাই কবি সাহিত্যিক
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:২০
279696
আবু সাইফ লিখেছেন : ব্লগে যাঁরা লিখেন তাঁরা সবাই কবি-সাহিত্যিক- এ বিষয়ে সন্দেহের অকাশ নেই!
338136
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
নাবিক লিখেছেন : আপনার নিক নেইমটা দেখতে পাচ্ছি শাহাদাত যার অর্থ "মৃত অথবা সাক্ষী" তো আপনার নাম দেখেওতো কিছু বুঝা যাচ্ছেনা আপনি নারী না পুরুষ নাকি হিজড়া? কারণ শাহাদাত "মৃত অথবা সাক্ষী" একজন নারীও হতে পারে পুরুষও হতে পারে আবার হিজরাও হতে পারে? আপনি কোনটা?
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
279661
শাহাদাৎ লিখেছেন : নাবিক নৌকায় আপনাকে মানায় ব্লগে নয় কারণ আপনার মেয়ে ছেলেদের নামের দিক থেকে বুঝার ক্ষমতা হয় নাই,,,,

ভাল মজা লাগলে পিরতি বাশ দিতে আসলেন কি বুজালেন নিজেকে?
পারলেন কি?
ঐ টা!!!!! ও আপনার নামের অর্থ নাবিক নাকি,,,এ নামেই কি মা বাবা ডাকে?
shit বিজ্ঞান কেন যে দ্বিপদনামকরণ করলো
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
279666
নাবিক লিখেছেন : বেটা বলদ! আপনাকে বুঝতে হবে এটা আমার ব্লগের নিক, মা বাবার দেয়া নাম নয়। আপনার চুলকানীটা কোথায় সেটাতো বুঝতেই পারছি। ভন্ড পিরের মুরিদানরা এমনই হয়।
338144
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
শাহাদাৎ লিখেছেন : লেখার মাঝে বলছিলাম বুজতে পারবো
ঠিকই বুঝছি
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
279667
নাবিক লিখেছেন : কারো নামে মিথ্যে অপবাদ দিলে তার কি শাস্তি হয় সেটাকি আপনার পির সাহেপ আপনাকে শিখিয়েছে মুরিদান সাহেপ? পোস্টে সরাসরি আমার এবং হতভাগা ভাইয়ের নামটা না দেখলে আপনার এই ফালতু পোস্টে আমি ইয়েও... করতে আসতাম না। বাংলা বানান লিখতে গিয়েও তো দেখতে পাচ্ছি কিবোর্ড ভেঙ্গে ফেলছেন, পিরের চামচামি না করে ভালো করে বাংলা বানানটা শিখে আসেন। লাইফে সেটা কাজে লাগবে।
338160
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:০৯
রক্তলাল লিখেছেন : আমার নিক রক্তলাল - আমি কোন লিঙ্গের ভাইয়া?
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
279668
শাহাদাৎ লিখেছেন : ভয় পান আপনে নিজের পরিচয়টা প্রকাশ করতে
তবে দেখি সবাই ভাল পারেন ওলটা পাল্টা বলতে
আসলেই ব্লগে বেশির ভাগই_______
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:৩১
279697
অপি বাইদান লিখেছেন : আপনি যে হিজরা লিঙ্গের তাতে সন্দেহ নেই @ ছাগুলাল।
338165
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
শাহাদাৎ লিখেছেন : নাবিক ছেলেটা জামাত শিবির মনে হয়,, কেমন টাইপ পারো আস দেখি,,আমি মোবাইলে
উচিত বললে চুলকায়
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১৬
279671
রক্তলাল লিখেছেন : ভাই আপনি উত্তেজিত মনে হচ্ছে - লেখাপড়া করেন, কোরানের অর্থ বুঝে পড়েন, মাথা ঠান্ডা হবে।
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
279672
নাবিক লিখেছেন : [A]নাবিক ছেলেটা জামাত শিবির মনে হয়[/A] বাহ! আপনার তো দেখি মনে হওয়ার রোগ আছে, কারো নিক দেখে তাকে হিজড়া মনে হয়। মন্তব্য পড়ে জামাত শিবির মনে হয়। আরো না জানি কতো কি মনে হয়!!! আপনি এক কাজ করুন, এখনি ভালো কোনো মানসিক রোগের ডাক্তারের কাছে চলে যান। নইলে কিছু দিন পর পাবনার মেন্টাল হাসপাতালেও জায়গা হবে না।
338171
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৭
আবাবীল লিখেছেন : আমার নিক নেম আবাবীল, এটা ১টা পাখির নাম। এখন আমাকে আপনার কোন লিঙ্গের বলে মনে হয়?

সরকার বা পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সবাই ছদ্ম নাম ব্যবহার করে না। ছদ্ম নামে লিখতে অনেকেরই ভালো লাগে, অথবা ব্লগে তার আসল নামে ১টি নিক আছে এবং ছদ্ম নামেও ১টি নিক আছে। তাই বলে সে হিজড়া হয়ে যায় না।

আপনি যে ভাবে এখানে তিনজন ব্লগারের নাম উল্লেখ করলেন, তাতে বুঝা যায় তাদের প্রতি আপনার ব্যক্তিগত বিদ্বেষ আছে। ব্লগে নানা মতের নানা রকম মানুষ আছে, সবার সাথে আপনার মতের মিল হবে না। তাই বলে তাদেরকে অশ্রদ্ধা করাটা কোনো ভাবেই উচিত নয়। আর এটা ১জন প্রকৃত মুসলিমের কাজ নয়। ধন্যবাদ...
১০
338187
২৭ আগস্ট ২০১৫ রাত ১০:০৩
২৮ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
279801
শাহাদাৎ লিখেছেন : একটা ভাল মানুষ পেলাম
১১
338212
২৮ আগস্ট ২০১৫ রাত ০১:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনি লিখেছেনঃ
এই ব্লগে আমি অনেকদিন ধরে আছি , তবে আশ্চর্যের বিষয় এটা ব্লগারদের নামের কি ধরণ,, নাবিক,,হতভাগা,,,শাপলা ফুল,,, আরো কত কি?



আপনিও তার ব্যতিক্রম নয়!!! আপনার নাম ঠিক থাকলেও ছবি দেয়ার সাহস পাননি!! আপনি আগে আপনার ছবি পোস্ট দিন, এর পর লিখুন সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে।

তারপর দেখব আপনার পুরুষ বা নারীত্ব!!


যারা ছদ্ম নামে লিখে তারা অনেকেই সরকারি চাকরিজীবি। হিজড়া বলার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন।

২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১৯
279721
শরাফতুল্লাহ লিখেছেন : কিছু পাগল আর চুলকানি ওয়ালা সব ব্লগেই থাকে।

২৮ আগস্ট ২০১৫ রাত ১০:১২
279802
শাহাদাৎ লিখেছেন : হা এটা হতে পারে সরকারি চাকুরি জীবি,,,আমি ফেইসবুকে সব সময় সরকার বিরোদিতা করি,,,md shahadat hosen
২৮ আগস্ট ২০১৫ রাত ১১:০৪
279811
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
এখানে কোনটা??
২৯ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৪
279846
শাহাদাৎ লিখেছেন : তিন নাম্বারটা
২৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৩
279851
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

২৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৭
279852
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/4081/kala/68283http://wএই ধরনের লেখা উপহার দিন
ww.bd-monitor.net/blog/blogdetail/detail/4081/kala/68325#.VeEaj3OoVAg
১২
338235
২৮ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৭
রক্তলাল লিখেছেন : শাহাদৎঃ আপনার আসল নাম যে শহীদা বেগম না এবং অন্যের ছবি নিজের বলে চালিয়ে দেবেন না তার নিশ্চয়তা কি?
২৮ আগস্ট ২০১৫ রাত ১০:১২
279803
শাহাদাৎ লিখেছেন : বেয়াদবের বস্তা
১৩
338241
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:১৯
শরাফতুল্লাহ লিখেছেন : ভাইরে আগে নিজের ছবি আর সঠিক নাম ঠিকানা দিয়ে তারপরে আরেকজনকে অরিজিনাল নামে ব্লগিং করতে বলেন।

১৪
338242
২৮ আগস্ট ২০১৫ সকাল ১০:৪২
হতভাগা লিখেছেন :
২৮ আগস্ট ২০১৫ রাত ১০:১৩
279804
শাহাদাৎ লিখেছেন : চুলকায় উচিত বললে
১৫
338247
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২২
জ্ঞানের কথা লিখেছেন : আল্লাহু আকবার - আল্লাহ এক !!!
জ্ঞানের শ্রী তো বেশ অনেক দেখি!!

এজন্যই বুঝি এই অবস্থা আপনার।
১৬
338282
২৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৭
মাটিরলাঠি লিখেছেন : যে বিষয়বস্তু নিয়ে লিখেছেন, সেই একই বিষয়বস্তু নিয়ে ব্লগার @ডঃ আবুল কালাম আজাদের একটি পোষ্ট আছে। দেখুন আপনার পোষ্ট আর তাঁর পোষ্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাঁর পোষ্টের লেখা ও কমেন্ট সমূহ দেখে আসুন। কোন অশ্লীল শব্দ নাই। কোন কটূক্তিও নাই। ঐ পোষ্টের কমেন্ট সমূহ পর্যালোচনা করলে আশা করি কেন ব্লগে ছদ্মনামে লেখা হয় তার কিছু ধারণা পাবেন। বিশেষ করে সকলের শ্রদ্ধাভাজন ব্লগার @তারাচাঁদ ভাই এর কমেন্ট ও প্রতি কমেন্টগুলো দেখুন (১২ নং কমেন্ট)। @তারাচাঁদ ভাইয়ের কমেন্টের অংশ বিশেষঃ

মানুষ কখনও তার নিজের জ্ঞান এবং অভিজ্ঞতার গণ্ডি অতিক্রম করতে পারে না । যিনি আপনাকে প্রশ্ন করেছেন, তার কাছে আমার জিজ্ঞাসা, ছদ্মনামে লিখা ঠিক না বেঠিক তার নির্ধারণ হবে কোন মাপকাঠিতে ? কে কোন নিয়তে, কোন পরিস্থিতে ছদ্মনামে লিখে সেটা তিনি এবংব তার অন্তর্যামীই ভাল বলকতে পারবেন । অন্যের সম্বন্ধে অযথা খারাপ ধারণা পোষণ করে গোনাহ কামাই করতে চাই না ।


ডঃ আবুল কালাম আজাদের পোষ্টটিঃ ছদ্ম নামে লেখালেখির ফজিলত

প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তোমার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে৷ তোমার রবই বেশী ভালো জানেন কে তাঁর পথচ্যুত হয়ে আছে এবং কে আছে সঠিক পথে৷ (আল-কুরআন, ১৬:১২৫)

Invite (all) to the Way of thy Lord with wisdom and beautiful preaching; and argue with them in ways that are best and most gracious: for thy Lord knoweth best, who have strayed from His Path, and who receive guidance. (Al-Quraan, 16:125)


১৭
338329
২৮ আগস্ট ২০১৫ রাত ১০:১৭
শাহাদাৎ লিখেছেন : যদি সত্যিকারের জ্ঞানী হতেন বেয়াদবের আশ্রয় না নিয়ে বললেই পারতেন আমি সরকারি চাকুরি জীবি তারাচাদ ভাইয়ের মত কমেন্ট করে
১৮
338334
২৮ আগস্ট ২০১৫ রাত ১১:৫১
রক্তলাল লিখেছেন : পাগলাগারদে ইন্টারনেট বা কম্পিউটার দেওয়া উচিৎ না।
১৯
338362
২৯ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৫
শাহাদাৎ লিখেছেন : মিঃ রক্তলাল এখন দেখি রক্ত গরম হইছে
২০
338736
৩১ আগস্ট ২০১৫ রাত ০১:১৩
আব্দুল গাফফার লিখেছেন : আন্তরিকতা দিয়ে যা পাওয়া যায়, জোর পূর্বক তা পাওয়া যায়না । শুভকামনা আপনার জন্য
২১
338803
৩১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : তাহলেতো ভাই,ব্লগে আপনার তথাকতিথ হিজলারাই বেশি। তবে বুঝতে পারছিনা ব্লগে নিক নাম চায় কেন ? বলতে পারতো আপনার নাম কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File