ফেইসবুকে যেমন হিজলা সেজে প্রচার চলে ব্লগেও তেমন______
লিখেছেন লিখেছেন শাহাদাৎ ২৭ আগস্ট, ২০১৫, ০৬:২৩:৩৭ সন্ধ্যা
শুরুতেই বলছি আপনাদের মত কাপুরুষদের যারা ফেইসবুকে এবং ব্লগে ন্যায়বাচক কথা বলেন,,,,তাও আবার পরিচয়টা গোপন করে,,, কি নাম দেখলেই বুজা যায় যার কোন gender নাই। একথায় তাদের হিজলা বলা যায়,,,জানি এখন অনেকের গায়ে আগুন লাগবে!!!!! কি করবো না বলে পারচি না? তবে আমি শ্রদ্ধা জানাই আপনার ন্যায় প্রচার কে,,,,তবে আপনাদের মত হিজলাদের নয়,,,,যারা এমন হিজলা তাদের প্রমাণ আমার পোষ্ট প্রকাশের পর আমি পাবো
এই ব্লগে আমি অনেকদিন ধরে আছি , তবে আশ্চর্যের বিষয় এটা ব্লগারদের নামের কি ধরণ,, নাবিক,,হতভাগা,,,শাপলা ফুল,,, আরো কত কি?
তবে আপনারা বলুন এগুলো কোন মানুষের নাম? হিজলা দের বলচি আপনারা ন্যায় প্রচার করেন এমন ভাবে একবার ওভেবে দেখেনি যে আপনে নিজেও অন্যায় করছেন পরিচয়টা গোপন রেখে.. বুঝছি ভয় পাচ্ছেন সরকার বা অন্যায় কারীরা আপনাকে হত্যা করবে,,,,,তাহলে ভাল ব্লগে আসার দরকার নাই,,ফেইসবুকে আসার দরকার নাই চুরি পড়ে ঘরে বসে থাকুন,,,,,ন্যায় প্রচার করুন এমন যেন আপনাকে দেখলে ও অন্যায় কারি ভয় পায়,,,,আর কত হিজলা সাজবেন আসুন পরিচয়টা খুলে দিয়ে ন্যায়বাচক কথা বলি নিজেকেও হিজলার অপবাদ থেকে রক্ষা করি,,,
বিষয়: বিবিধ
২৩৭৭ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিই প্রথমে ভুলের উপর দাড়িয়ে আছেন...! আর অন্যের ভুল ধরার জন্য উঠেপড়ে লেগেছেন...!!!! @শাহাদাৎ
যথার্থ বলেছেন, সহমত
এমন ধরণের কথা বলা সৌজন্যের পরিপন্থীই শুধু নয়, বরং অন্যায়ও বটে!
যথার্থ বলেছেন, সহমত
বানানের ব্যাপারে জ্ঞানার্জন ও সতর্কতা জরুরী!
পোস্টের বিষয়ে নয়
আপনি কি ছদ্মনামা কবি-সাহিত্যিকদের ব্যাপারে কিছু বলবেন??
তাঁরা "কোন্ প্রজাতি"র 'হিজলা'?
ভাল মজা লাগলে পিরতি বাশ দিতে আসলেন কি বুজালেন নিজেকে?
পারলেন কি?
ঐ টা!!!!! ও আপনার নামের অর্থ নাবিক নাকি,,,এ নামেই কি মা বাবা ডাকে?
shit বিজ্ঞান কেন যে দ্বিপদনামকরণ করলো
ঠিকই বুঝছি
তবে দেখি সবাই ভাল পারেন ওলটা পাল্টা বলতে
আসলেই ব্লগে বেশির ভাগই_______
উচিত বললে চুলকায়
সরকার বা পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সবাই ছদ্ম নাম ব্যবহার করে না। ছদ্ম নামে লিখতে অনেকেরই ভালো লাগে, অথবা ব্লগে তার আসল নামে ১টি নিক আছে এবং ছদ্ম নামেও ১টি নিক আছে। তাই বলে সে হিজড়া হয়ে যায় না।
আপনি যে ভাবে এখানে তিনজন ব্লগারের নাম উল্লেখ করলেন, তাতে বুঝা যায় তাদের প্রতি আপনার ব্যক্তিগত বিদ্বেষ আছে। ব্লগে নানা মতের নানা রকম মানুষ আছে, সবার সাথে আপনার মতের মিল হবে না। তাই বলে তাদেরকে অশ্রদ্ধা করাটা কোনো ভাবেই উচিত নয়। আর এটা ১জন প্রকৃত মুসলিমের কাজ নয়। ধন্যবাদ...
আপনি লিখেছেনঃ
এই ব্লগে আমি অনেকদিন ধরে আছি , তবে আশ্চর্যের বিষয় এটা ব্লগারদের নামের কি ধরণ,, নাবিক,,হতভাগা,,,শাপলা ফুল,,, আরো কত কি?
আপনিও তার ব্যতিক্রম নয়!!! আপনার নাম ঠিক থাকলেও ছবি দেয়ার সাহস পাননি!! আপনি আগে আপনার ছবি পোস্ট দিন, এর পর লিখুন সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে।
তারপর দেখব আপনার পুরুষ বা নারীত্ব!!
যারা ছদ্ম নামে লিখে তারা অনেকেই সরকারি চাকরিজীবি। হিজড়া বলার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন।
এখানে কোনটা??
ww.bd-monitor.net/blog/blogdetail/detail/4081/kala/68325#.VeEaj3OoVAg
জ্ঞানের শ্রী তো বেশ অনেক দেখি!!
এজন্যই বুঝি এই অবস্থা আপনার।
ডঃ আবুল কালাম আজাদের পোষ্টটিঃ ছদ্ম নামে লেখালেখির ফজিলত
মন্তব্য করতে লগইন করুন