কোথাই আমাদের সাত বীরশ্রেষ্ঠের পরিবার,,,, খেতাব ধুয়ে পানি খাচ্ছে বংশধররা ছিঃ ছিঃ ছিঃ লজ্জা কোথাই রাখি________
লিখেছেন লিখেছেন শাহাদাৎ ০৮ আগস্ট, ২০১৫, ১১:০৫:২৫ রাত
মাননীয় প্রধানমন্ত্রী
ওরা মানুষ নয় ওরা নর পশু, ,,, , ,,,,,
সবাই জানি কারা হানাদার বাহিনীর,, কিন্তু আজ কি দেখি,
দেখিনি স্বাধীনতা,,,,, দেখেনি মুক্তি যুদ্ধ শুনেচি শুধু,,
পড়েছিলাম বইয়ের পাতায়,,, তবুও পেটে চৌচির হতে যাচ্ছে হ্নদয়টা,,,,মনে হচ্ছিল কেন ছিলাম না তখন?????
পড়েছিলাম ৭ জন বীরশ্রেষ্ঠর করুণ ত্যাগের কথা,,, এখন লিখতে বসে ও শরীরটা শিউরে ওঠে,,,,, ,,,,
কি দেখার কি দেখছি স্বাধীনতার ৪৪ বছর এখনও স্বাধীনতাটাকেই খুজচি,,,,,,এখন যাদের জন্য দেশটা আমরা স্বাধীন বলতে পারি,তারা আজ অনেকেই আমাদের মাঝে নেই,,,তবে আচে তাদের বংশধর,,, কিন্তু তারা যদি আজ খুজে সেই পূর্ণ স্বাধীনতাটাকে যেটা ওদের বাবা,ভাই,ছেলেরা এনে ছিল,,, তাহলে কেমন লাগবে? দেশটা স্বাধীন হয়েছে যাদের বলে তাদের যদি আমরা প্রকৃত সম্মান করি তাহলে আমাদের উচিত,,,,শহীদের পরিবারের খবর রাখা দরকার রাষ্টীয়ভাবে,,,কিন্তু কি করছেন সরকার দলের কর্মকর্তারা,,,শুধু টিভিতে ভাষণ দেন এই রাজাকার ওরাজাকার এগুলো করে বেড়ান ভাল কথা,,,,,তবে দেখুন ফিরে বীরশ্রেষ্ঠদের পরিবারের দিকে!!!!!!!
এই ৭ জন বীরশ্রেষ্টের কেউ কিন্তুু কোটিপতির বা বড় রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন না,,,সবাই মধ্যবিত্ত পরিবারের ছিল,,,,,,,, তাদের জন্য এই বাংলাদেশের জন্ম কিন্তু আমরা তাদের কি দিয়েচি?
হা দিয়েচি ফুলের মালা,,,বছর শেষে একবার তাদের স্মরণ করি,,,,, আর এই ত্যাগের বিনিময়ে যদি এমন প্রতিদান পান তাহলে ম্যাডাম আপনার পিতা মরণ ছাড়া কি পাবে এমন দেশে?
স্বাধীনতা দিবসে এসে সবাই ফুল আর ফুল দেই তবে একবারও ভাবিনা,, বীরশ্রেষ্ঠদের পরিবার কেমন আছে,,,!!!!!!!
আজ যখন শুনি ওনাদের পরিবারের দূর্ভিক্ষ চলে
কষ্ট লাগে ভেঙ্গে যায় স্বাধীনতা কথাটা
তবু আজ ও স্বাধীনতাটাকে খুজে বেড়াচ্চেন বীরশ্রেষ্ঠের পরিবাবের লোকজন,,,,,,,,,চাই নাকো মোড়া এই খন্ডিত স্বাধীনতা,,,,,,,,, নোয়াখালির সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এর প্রতিদান এ বাংলার মানুষ দিতে কখনও দিতে পারবে না,,, ম্যাডাম,,, দেখিনি শুধু ইতিহাস পরেই বলচি,,,কিন্তু ওনারা কি পেয়েচেন আপনেই বলুন,,,পেয়েচে খেতাব,,যে খেতাব ধুয়ে আজ পানি খাওয়াও হচ্চে না তাদের ম্যাডাম,,,, দিনাতিপাত করে চলে এরা,,,,,কষ্ট লাগে তাদের জন্য,,,,আর কত ম্যাডাম?
ওনাদের পরিবারকে বাস্তব কিছু সম্মান করুন,,খেতাব নয়,,,যা এখন তাদের দরকার
ম্যাডাম আসুন দয়া করে ওনাদের পাশে দাড়িয়ে পিতৃহারা, সন্তান হারা,,,,স্বামী হারা পরিবারের অভাবটা দুর করুন,,,,,,,,,আর স্বাধীনতাটাকে সম্মান করি,,,,,,,
জয় বাংলা
জয় শহীদ বীরশ্রেষ্টরা
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওদের খোঁজ খবর রাখতে রাজনীতির বেড়াজালে বন্দী...!!!
কারণ রবীন্দ্রনাথ মাঝি কবিতায় বলেছিল
ঠাই নাই ঠাই ছোট সে তরি
এর ভাববস্তু এমন ই ছিল বীরশ্রেষ্ঠদের মত
মন্তব্য করতে লগইন করুন