দেশটা হাসিনা খালেদার বাবার নাকি?
লিখেছেন লিখেছেন শাহাদাৎ ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৫৮:০৫ সন্ধ্যা
বাংলাদেশ একটি স্বাধীন দেশ সবাই জানে,কিন্তু কোথাই সেই স্বাধীনতা।এ পুলিশ বর্তমানকালে যে জন সাধারণের সাথে যুদ্ধ শুরু করছে মনে ১৯৭১ সাল।মনে রাখবেন খালেদা হাসিনা জনগনের ভোটে আজ এখানে আপনারা ক্ষমতাবল দেখাচ্ছেন। কিন্তু আজ সেই জনগনকে মরতে। এতে কি আপনাদের ভোটার বাড়ে না কমে আপনারা ভাল জানেন।ম্যাডাম হাসিনা আপনার বাবা স্বাধীনতার জনক বলে দেশের মালিক হয়নি যে মন যা চায় তা করবেন।দেশের জনগন ৯০%আপনাকে চায় না।তাই আপনার উচিত নিজের সম্মান নিজে রেখে পদত্যাগ করুন।আর অত্যাচারিত হতে ভাল লাগছেনা।দয়াকরে দেশের মানুষের কথা ভাবুন? আমরা বাঙ্গালী স্বাধীনতার গর্ব।
ম্যাডাম জিয়া দেশ আপনার বাবার বা স্বামীর নয়।আপনার স্বামী স্বাধীনতার ঘোষক বলে মনে করবেন না ওটা আপনার। মনে রাখবেন ওটা আল্লাহর দেয়া শুধু আল্লাহকে ডাকার জন্য মারামারি হানাহানি করার জন্য নয় দ্বীনি ইসলাম কায়েমের জন্য আর নারী নেতৃত্বের জন্য নয়।আর এ দেশটা অপবিত্র করবেননা আপনারা দুই জনে।দেশে বা রাষ্ট্রীয় পর্যায় যা চলে ঠিক গ্রাম পর্যায় ও আপনাদের অত্যাচারে অতিষ্ট মানুষ। বাংলার মানুষ আজ শুধু মুক্তি চায় আপনাদের কাজ থেকে।যদি পারেন মুক্তি দেন।নয়ত জনগন আপনাদের ৃঅবসান চায়।আর এই সরকারের আমলে জনগন কিছুই পায়নি বাস্তবিক সত্যে।যার প্রমাণ গ্রামের মানুষের আত্য চিৎকার যা আপনাদের কাছে পোচ্ছাছে না আপনাদের পোষা দালাল গুলো।এখনও সময় আছে একটু তাকান বাংলার মুখ গুলোর দিকে!!!!!!!!
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন