চট্টগ্রামে জাতিয় কবি

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২৭ আগস্ট, ২০১৫, ০৭:৪৭:৩৫ সন্ধ্যা

জাতিয় কবি কাজী নজরুল ইসলাম বৃটিশ ভারতের সর্বশেষ গুরুত্বপুর্ন শহর চট্টগ্রামে একাধিকবার আসেন। সমুদ্র,পাহাড়, অরন্য শোভিত চট্টগ্রাম কবিকে করেছিল উদ্বেলিত। চট্টগ্রামে বসে তিনি লিখেছেন তার বিখ্যাত "চক্রবাক" গ্রন্থের অধিকাংশ কবিতা। যার মধ্যে রয়েছে তার অমর পংতিগুলি

তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা।

কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙ্গিবনা

-নিশ্চল নিশ্চুপ

আপনার মনে পুড়িব একাকি গন্ধ বিধূর ধুপ।

কবি প্রথম চট্টগ্রাম আসেন ১৯২৫ বা ২৬ সালে। অবস্থান করেন তৎকালিন জেলা বোর্ড এর ডাকবাংলো বর্তমান ডিসি হিল এ। দুর্ভাগ্য কবির স্মৃতি বিজরিত ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। তার উপস্থিতি চট্টগ্রামের তরুন সমাজে সৃস্টি করে এক ঢেউ এর। কবিকে সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন সংগঠন এর পক্ষ থেকে। যার মধ্যে চট্টগ্রাম কলেজের এবং আন্দরকিল্লা শাহি জামে মসজিদ চত্বরে দেওয়া অভ্যর্থনা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। শাহি জামে মসজিদ এর অভ্যর্থনায় তাকে "মালেকুশ শুয়ারা" উপাধি দেওয়া হয়।

এরপর ১৯২৯ সালে একবার এবং ১৯৩২ সালে আরো একবার কবি চট্টগ্রাম আসেন। ১৯২৯ সালে দির্ঘ প্রায় একমাস চট্টগ্রাম থাকেন এবং রাউজান সিতাকুন্ড সহ আশেপাশের এলাকায় ভ্রমন করেন। নজরুল সুহৃদ হাবিবুল্লাহ বাহার এবং সাহিত্যিক মাহবুবুল আলম ছিলেন চট্টগ্রামে নজরুল এর সাথি। মাহবুবুবল আলম ও বাঙ্গালি পল্টন এর হয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিলেও কোন কারনে তাদের মধ্যে সামরিক জিবনে পরিচয় হয়নি। তবে মাহবুবুল অালম এর বড় ভাই দিদারুল আলম এর সাথে কবির পত্র যোগাযোগ ছিল।

১৯৩২ সালের চট্টগ্রাম সফরে কবি রাউজান এর একটি সম্মিলনি এবং মুসলিম এডুকেশন সোসাইটির অনুষ্ঠানে অংশ নেন।

কবি সব মিলিয়ে ২-৩ মাস সময় চট্টগ্রামে থাকলেও এই সল্প সময় এই তার অনেকগুলি বিখ্যাত কবিতা গান রচিত হয়। এছাড়া বিভিন্ন সভায় তার প্রদত্ত বক্তৃতাও ছিল অত্যন্ত শিক্ষনিয়। তিনি এক বক্তৃতায় চট্টগ্রামের মানুষকে নতুন যুগের ইসলামি শিক্ষা ব্যবস্থা চালুর আহব্বান জানান।

চট্টগ্রামে কবি রচনা করেন বিখ্যাত গান "আমার সাম্পান যাত্রি না লয়" এবং "আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই" এর মত গান। প্রথম গানটি নিয়ে মজার গল্প আছে। চট্টগ্রামে বন্ধু বান্ধব সহ নৌ ভ্রমনের জন্য সাম্পানে উঠলে বেশি লোক উঠায় সাম্পানটি ডুবু ডুবু হয়ে যায়। তারপর কিছু মানুষ নেমে গিয়ে কবি নৌবিহার করেন এবং তখনই গানটি রচনা করেন। "বাতায়ন পাশে গুবাক তরুর সারি" এবং "কর্নফুলি" ও রচিত হয় চট্টগ্রামে।

বিখ্যাত "কর্নফুলি" কবিতাটি কবি রচনা করেন কর্নফুলি নদির দক্ষিন তিরে ডাঙ্গার চর এলাকায় চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ি আবদুল হক দোভাষ এর খামারবাড়িতে বসে। আরো দুএকটি ও রচনাও সেখানে তিনি লিখেছিলেন বলে জানা যায়। আবদুল হক দোভাষির আপ্যয়ন এর প্রসংশাও কবি করেছেন। বিষয়টি আমার কাছে ব্যাক্তিগতভাবে বিশেষ গর্বের কারন আবদুল হক দোভাষ হচ্ছেন আমার আম্মার দাদা।

আজকে এই মহান সাহিত্যিক জাতিয় কবির ৩৯ তম মৃত্যুবার্ষিকিতে তার রুহ এর মাগফিরাত কামনা করছি।



সিতাকুন্ডু অথবা মিরশরাই এর পাহাড়ি ঝর্নার পাশে

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338151
২৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
নাবিক লিখেছেন : সুন্দর পোস্ট, অনেক ভালো লাগলো।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
279726
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ।
338161
২৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১২
দূর্বল ঈমানদার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৫
279727
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
338168
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:১৪
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আপনার সুন্দর ঐতিহাসিক তথ্যবহুল লেখার জন্য জাজাকাল্লাহু খায়রান।
আমিন ।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
279728
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআস সালাম।
আপনাকেও ধন্যবাদ।
338180
২৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। অজানা অনেক তথ্য জানা হলো! আপনাকে আন্তরিক শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
279729
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম
সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ
338193
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:০৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনি লিখেছেন, বিখ্যাত "কর্নফুলি" কবিতাটি কবি রচনা করেন কর্নফুলি নদির দক্ষিন তিরে ডাঙ্গার চর এলাকায় চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ি আবদুল হক দোভাষ এর খামারবাড়িতে বসে। আরো দুএকটি ও রচনাও সেখানে তিনি লিখেছিলেন বলে জানা যায়। আবদুল হক দোভাষির আপ্যয়ন এর প্রসংশাও কবি করেছেন। বিষয়টি আমার কাছে ব্যাক্তিগতভাবে বিশেষ গর্বের কারন আবদুল হক দোভাষ হচ্ছেন আমার আম্মার দাদা।

সম্ভবত আপনার নানাও কোন দোভাষ ছিলেন! চট্টগ্রামে বহু জায়গায় এই দোভাষ শব্দটির প্রচলন আছে। কোন গুনের কারনে তাঁদের নামের পিছনে দোভাষ তথা দোভাষী টাইটেল যোগ হয়ে যায়।

কবির চট্টগ্রামের কাহিনীটি আমার জন্য খুবই সুখপাঠ্য হয়েছে। সম্ভবত হাবিবুল্লাহ বাহারের আমন্ত্রনেই কবি চট্টগ্রামে এসে থাকবেন। আসলে কবির প্রতিটি কবিতা প্রতিটি গান আমাকে আলোড়িত করে। আমার ছেলেটি ইংরেজী মিডিয়ামে পড়লেও কবি নজরুলের কবিতার জন্য পাগল। আর আমাকে বিরক্ত করে ছাড়ে, কবির লিখিত শব্দের মানে খোঁজ করতে গিয়ে। অনেক ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৪
279731
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
জি আমার নানা হচ্ছেন মরহুম নবী দোভাষ। তিনিই আবদুল হক দোভাষ এর পর এই পরিবার এর প্রধান হন। তারপর আমার বড় মামা জানে আলম দোভাষ প্রধান ছিলেন। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে নির্বাচিত এমপি ছিলেন ১৯৯০ সালে ইন্তেকাল করেন। চট্টগ্রামে মূলত তিনটি দোভাষ পরিবার আছে। দুটি ফিরিঙ্গিবাজার একটি গোসাইলডাঙ্গায়। তিনটিই অবশ্য আত্মিয়। এদের প্রথম পূর্বপুরুষ হায়দার আলি দোভাষ উত্তর ভারত থেকে ১৭৬১ সালের পর চট্টগ্রামে আগমন করেন। ইংরেজ কোম্পানির সাথে ষ্টিভেডর তথা বন্দরে মালামাল উঠানামার কাজ করতে করতে দোভাষ তথা দোভাষি উপাধি লাভ করেন।
২৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
279783
তানভিরুল হাসান লিখেছেন : চট্টগ্রামের কাতালগঞ্জে একটি দোভাষ পরিবার আছে নাকি ?
২৮ আগস্ট ২০১৫ রাত ০৮:০১
279789
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার জানা নাই ভাই তানভিরুল হাসান। তবে মুল পরিবারগুলির কেউ থাকতে পারেন।
338196
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:৩৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আজ বাংলাদেশে কবি নজরুলেরা অবহেলিত, কিন্তু ব্রিটিশদের গোলামেরা সন্মানীত।
আমার প্রিয় কবিকে নিয়ে সুন্দর পোস্টির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৪
279732
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নজরুল কে অবহেলা করে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।
অনেক ধন্যবাদ।
338197
২৭ আগস্ট ২০১৫ রাত ১১:৪১
মাটিরলাঠি লিখেছেন :
তথ্যবহুল সুন্দর একটি পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৫
279733
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
338203
২৮ আগস্ট ২০১৫ রাত ১২:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৬
279734
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
338210
২৮ আগস্ট ২০১৫ রাত ০১:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নজরুলেকে স্বরন করার জন্যই লেখা.....। যদিও নজরুলের সৃষ্টি ভুলার মত নয়।



"মালেকুশ শুয়ারা" শব্দের অর্থ বুঝতে পারিনি অনুগ্রহ করে শব্দের অর্থটি বুঝিয়ে বলবেন।
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৭
279735
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নজরুল এর সৃষ্টিই তাকে স্মরন করায়।
মালেকুশ শুয়ারা অর্থ কবিদের প্রধান বা সেরা কবি।
১০
338232
২৮ আগস্ট ২০১৫ রাত ০৩:৩৬
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:২৭
279736
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১১
338249
২৮ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : আমি চিরতরে দূরে চলে যাব

তবু আমারে দেব না ভুলিতে
২৮ আগস্ট ২০১৫ রাত ০৮:০০
279786
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ
১২
338259
২৮ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : বাংলাদেশের জাতীয় কবি। আল্লাহ তাকে জান্নাতের উত্তম মর্যাদা দান করুন।
২৮ আগস্ট ২০১৫ রাত ০৮:০০
279787
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
অনেক ধন্যবাদ।
১৩
338304
২৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল অনেক অনেক... ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৫ রাত ০৮:০০
279788
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ।
১৪
338885
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : কবির চট্টগ্রাম সফর এবং চক্রবাকের স্মৃতি ভালো লাগলো।
সবুজ ভাইকে শুকরিয়া অনেক অনেক।
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৭
280271
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ!!
১৫
338886
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
আওণ রাহ'বার লিখেছেন : কবির চট্টগ্রাম সফর এবং চক্রবাকের স্মৃতি ভালো লাগলো।
সবুজ ভাইকে শুকরিয়া অনেক অনেক।
১৬
338888
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আপনার কাছে আহমেদ ছফা সম্পর্কে জানতে চাই!
লেখক আহমেদ ছফাকে নিয়ে প্রচুর কৌতুহল বোধ করছি!
তাকে নিয়ে বিস্তারিত একটা পোষ্ট দেবেন প্লিজ ভাইয়া Happy Happy Happy তার কি বই পড়লে ইমান আক্বীদার ক্ষতি হবেনা!?
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
280273
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহমদ ছফার বই অনেকগুলি পড়লেও তারসম্পর্কে লিখার মত তথ্য নাই। তবু চেষ্টা করব।
আপনার ঈমান যদি ঠিক থাকে তবে পৃথিবির কোন বইই তা নষ্ট করতে পারবেনা!
১৭
338916
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৫
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া জাফর ইকবালের একটি বই পড়ে নাস্তিকতা ঢুকে গিয়েছিলো! তখন প্রচন্ডরকম কেঁদেছি আল্লাহর দরবারে! খাস তওবা করেছিলাম! একটা প্রভাব চলেই আসে! আমিতো সীমাবদ্ধ জ্ঞান নিয়ে চলি!
সেটাই কাল হয়! তাই এখন ভেবে চিন্তে পড়ি!
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
280394
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই জন্যই সবধরনের বই ই পড়া উচিত। নাস্তিকতা যেহেতু সত্য নয় তাই সেটা বিশেষ কোন প্রভাব রাখতে পারে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File