প্রথম দশ ইকোনমিক টাইগারে রূপান্তরিত হওয়ার পথে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ আগস্ট, ২০১৫, ০৮:০০:১৮ রাত

খ্যাতনামা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থাসমূহের জরিপকৃত ফলাফলে উঠে আসছে বর্তমান বিশ্বে প্রথম দশ ইকোনমিক টাইগারে রূপান্তরিত হওয়ার পথে বাংলাদেশ। তাই হয়তো বলা যেতেই পারে দেশ এগিয়ে যাচ্ছে। ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতির বিবেচনায় দেশ এগিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছে ২০৪১ সাল নাগাদ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাওয়ার। দেশের মানুষকে অন্ধকার থেকে মুক্তির লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্প যেমন সূর্য, বায়ু, পানি ও বর্জ্য। বর্জ্য প্রক্রিয়াকরণ দহনে গ্যাস উৎপাদন এবং গ্যাস থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন একটি নিরাপদ পদ্ধতি। গ্রিসের পেত্রা শহরে পরিত্যক্ত তরল থেকে প্রতিদিন ২৫ কিলোওয়াট বিদ্যুৎ এবং ২৫ কিলোওয়াট তাপশক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে বিদেশি বিনিয়োগও পাওয়া যায় অতি সহজে। এ প্রকল্পকে সামনে রেখে আগামী ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট চাহিদা নির্ধারণ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পাশাপাশি তেল, কয়লা, গ্যাস, নিউক্লিয়ার, নবায়নযোগ্য জ্বালানি ও আন্তঃদেশীয় সংযোগসহ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি অনেক কর্মসূচি বাস্তবায়িত আজ, ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশের দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বিদ্যুতের ঘাটতিও লাঘব করা সম্ভব। অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরই বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন