মানুষের যৌবন কাল আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়।

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৫:৫৪ সন্ধ্যা

# আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের যৌবন কাল সবচাইতে পছন্দনীয়।

,

,

সে জন্য যৌবন কালের মূল্য অনেক বেশী।আল্লাহ হিসাব নেবেন তার যৌবন কাল কিভাবে কোন পথে কাটিয়েছে। আল্লাহর দেয়া নেয়ামত যৌবন কালে কি শুকরিয়া আদায় করেছে।

,

,

এসময়েই মানুষ তার জীবনের ভিত্তি রচনা করে। কোন সারিতে নিজেকে দাঁড় করাবে, সমাজের মানুষ তাকে একজন ভাল চরিত্রবান, ন্যায়পরায়ন, সাহসী, ইমানদার যুবক হিসাবে চিহ্নিত করবে।

,

,

নাকি মসাজে সে একজন চোর,গুন্ডা, ডাকাত, নেশাখোর,সন্ত্রাসী হিসাবে ঘৃনার পাত্রহবে। এই যৌবন কালটাই ভাল এবং মন্দ উপাধী পাওয়ার সময়।

,

,

অামাদের সমাজে একটা কথা পচলিত আছে যে এই বয়সে এমন কিছু করেই থাকে। অর্থাৎ সমাজ তাকে ছাড় দেয়, এটা আসলেই মারাত্বক ভুল।

,

,

এই সময়ের চারিত্রিক গঠনপ্রনালী বাকী জীবনকে আলোকিত করবে না হয় অন্ধকারে নিমজ্জিত করবে।

,

,

সুতরাং যুবক ভাইদের বলছি এইমূল্যবান সময়টা কে আল্লাহর পথে কাজে লাগিয়ে মর্যাদাশীল, সুখ্যাতী অর্জন কারীদের সারিতে থাকার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ হবে।

,

,

গড্ডালিকা প্রবাহে গা ভাষিয়ে নেশাগ্রস্থ হয়ে সমাজে অনৈতিক কাজে লিপ্তথেকে মূল্যবান সময় অপচয় করছেন। পরিপক্ষ জ্ঞানকে সঠিক কাজে ব্যয় করে, আল্লাহর কাছে জবাব দিহির পথকে সহজ করলেই লাভ এবং সফলকাম হবে।

,

,

যুবক ভাইদের ভালবেসেই কথা গুলি বল্লাম, আপনারা সঠিক ভাল সারিতে দাঁড়িয়ে গেলেই এই ঘুনে ধরা সমাজ শান্তির পথ খুঁজে পাবে।

আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন।

বিষয়: বিবিধ

১৫৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339765
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৯
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
341166
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন... বানানের দিখে নজর দেবার পরামর্শ রহিলো।
342724
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩৯
সুমন আহমেদ লিখেছেন : ধন্যবাদ আপনাদেরকে সুন্দর মন্তব্য করার জন্য বানান ভুল ধরিয়ে দিলে খুশী হব চোখে পরছে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File